WB Weather (Photo Credit: X@airnews_kolkata)

অতি প্রবল ঘূর্ণিঝড় মনথা অন্ধ্র এবং ইয়ানন উপকূলের মাছলিপত্তনম ও কলিঙ্গপত্যনমের মধ্যে দক্ষিণ কাকিনারার নারসাপুরের কাছ থেকে স্থলভাগে প্রবেশ করেছে। যার  প্রভাবে এ রাজ্যের বিভিন্ন জায়গায় গত সন্ধ্যে থেকেই মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। আজ উপকূলের দক্ষিণ ২৪ পরগনা , পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এদিকে উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদায় বজ্রপাত এবং ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আগামী ২ থেকে ৩ ঘণ্টায় হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ ও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

ঝড় না হলেও ঘূর্ণিঝড় মন্থার মৃদু প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গে। বুধবার সকাল থেকে বৃষ্টি হয়েছে কলকাতায়। বৃষ্টি হয়েছে আরও একাধিক জেলায়। এ দিন, দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার সকাল থেকেই মুখ ভার আকাশের, ছিঁটেফোঁটা বৃষ্টিও হয়েছে।এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি।