কলকাতা, ২৬ সেপ্টেম্বর: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় গুলাব (Cyclone Gulab)৷ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ রবিবার বিকেলে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে৷ ভূপৃষ্ঠে আছড়ে পড়লে, ওই ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিংবা ৯০ কিলোমিটার হতে পারে৷ ঘূর্ণিঝড় গুলাব (Gulab) ভূপৃষ্ঠে আছড়ে পড়লে, তার বিপর্যয় কতটা হতে পারে, সেই আশঙ্কায় করা হচ্ছে উপযুক্ত পদক্ষেপ৷ গুলাবের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। শহরের আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে। মাঝে মধ্য়ে কয়েক পশলা বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইবে। এছাড়াও দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে৷ নবান্ন (Nabanna) থেকে জারি করা হয়েছে নির্দেশিকা। রাজ্য সরকার ইতিমধ্যেই সেনাবাহিনীকে তৈরি থাকার জন্য অনুরোধ করেছে। আরও পড়ুন: Mamata Banerjee: 'আমিও হিন্দু, তাহলে কেন যেতে দেওয়া হচ্ছে না', রোম সফরে 'না' করার পর কেন্দ্রকে তোপ মমতার
ঘূর্ণিঝড় গুলাবের আশঙ্কায় ওড়িশা (Odisha) এবং অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) উপকূলবর্তী এলাকায় মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলাকারী বাহিনী (NDRF)৷ ওড়িশায় মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলাকারী ১৩টি দল৷ অন্ধ্রে মোতায়েন করা হয়েছে এনডিআরএফের ৫টি দল৷