Winter (File Photo)

কলকাতা, ২৭ জানুয়ারি: আরও একবার দাপিয়ে ব্যাটিং করতে আসছে শীত (Winter)। পশ্চিমী ঝঞ্ঝা, ঘূর্ণাবর্ত, নিম্নচাপের জেরে ভরা মাঘেও জমিয়ে শীত পড়েনি রাজ্যে। এবার সেই পরিস্থিতির কিছুটা পরিবর্তন হতে চলেছে। বৃহস্পতিবারও সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও সপ্তাহের শেষে ফের শীতের দাপট বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (IMD)।

কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। শনিবার থেকে রাজ্যে ফের নিম্নমুখী হতে চলেছে তাপমাত্রা। উত্তরবঙ্গের দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টির হতে পারে দার্জিলিং ও কালিম্পঙে। আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। আরও পডুন: Buddhadeb Bhattacharjee Rejects Padma Bhushan: পদ্মভূষণ স্বীকৃতি প্রত্যাখ্যান করলেন বুদ্ধদেব ভট্টাচার্য

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শুক্রবার থেকেই পারদ নামতে শুরু করবে। রবিবার পর্যন্ত অন্তত ৫ ডিগ্রি নামবে পারদ। সপ্তাহান্তে তাই জাঁকিয়ে শীতের আমেজ উপভোগ করতে পারবে বঙ্গবাসী। সকালের দিকে কুয়াশার দাপট দেখা যাওয়ার সম্ভাবনা আছে কয়েকটি জেলায়।