কলকাতা, ১৭ এপ্রিলঃ নববর্ষের আগে থেকেই তেড়েফুঁড়ে উঠেছে রাজ্যের গরম (West Bengal Weather Update)। ইতিমধ্যেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াল ছাড়িয়ে চলে গিয়েছে। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অতিরিক্ত তাপপ্রবাহের জেরে সোমবার থেকে শনিবার পর্যন্ত রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছেন। রাজ্যের সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আগামী এক সপ্তাহ বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন।
বঙ্গে গরমের সহ্যসীমা মাত্রা ছাড়া (West Bengal Weather Update)। বাইরে বইছে লু। সোমবার বেলায় তাপমাত্রার পারদ ছাড়িয়েছে ৪১ ডিগ্রি। আগামী চার দিন দক্ষিণবঙ্গের তাপমাত্র একই রকম থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। বাইরে যে হারে লু বইছে তাতে বাড়ির বাইরে বেরনো দায়। বাড়িতে বসেই দরদরিয়ে ঘামছে বঙ্গবাসী।
এক নজরে আজকের আবহাওয়া…
সর্বোচ্চ তাপমাত্রাঃ ৪২.৩ ডিগ্রি সেলসিয়াল
সর্বোনিম্ন তাপমাত্রাঃ ৩২.৫ ডিগ্রি সেলসিয়াল
আদ্রতাঃ ৯১%
বাতাসঃ ৯৩ কিমি/ঘণ্টা
মেঘ ঢাকাঃ ৭২%
উপযুক্ত ব্যবস্থা সঙ্গে না নিয়ে এই প্রখর গরমে রাস্তায় বেরোলে বিপদ হতে পারে। গিলতে আসা সূর্যের তাপ থেকে বাঁচতে রাস্তায় ছাতা নিয়েই বেরোতে বার বার অনুরোধ করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রয়োজনে ঠাণ্ডা জল কিনে খান।
বঙ্গের তাপমাত্রার উন্নতি ঘটবে কবে?
সবে মাত্র পড়েছে বৈশাখ। বৈশাখের প্রথম সপ্তাহে বঙ্গে কোন বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে আগামী ২১ তারিখ থেকে আকাশ হালকা মেঘলা থাকতে পারে বলে ইঙ্গিত মিলেছে হাওয়া অফিসের ওয়েবসাইটে। পশ্চিমবঙ্গের তাপমাত্রা অনাসায়ে টেক্কা দিয়েছে থর-সাহারা মরুভূমি কেও। বৃষ্টির দেখা মেলা না অবধি স্বস্তি নেই বঙ্গবাসীর।