উধাও শীত (Photo Credits: Puja Mandal)

কলকাতা,১৩ ডিসেম্বর: পশ্চিমী ঝঞ্ঝার জেরে রাজ্যে উত্তুরে হাওয়া ঢোকায় বাধা। ফের বাড়ল তাপমাত্রার পারদ। শীতের (Winter) আমেজ মিললেও ফের ঊর্ধ্বমুখী পারদ। আজ কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টা সকালের দিকে কুয়াশা থাকবে।

গত কয়েকদিনের তুলনায় শনিবার কুয়াশা কম ছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গে। শনিবার শহরে কুয়াশার দাপট সেভাবে আর দেখা যায়নি। ফেরে সামান্য শীতের আমেজ। সামান্য নামে তাপমাত্রাও। যদিও আজ ফের ১ ডিগ্রি বেড়েছে তাপমাত্রা। আরও পড়ুন: BJP Worker Killed In WB: হালিশহরে বিজেপি নেতাকে পিটিয়ে কুপিয়ে খুনের অভিযোগ

আবহাওয়া অফিস (IMD) জানিয়েছে, কুয়াশার হাত থেকে এখনই রেহাই নেই। আগামী ৪৮ ঘণ্টা কুয়াশার দাপট অব্য়াহত থাকবে দক্ষিণবঙ্গে ১১ জেলায়। বেলার দিকে আংশিক মেঘলা আকাশ থাকবে বলে জানা যাচ্ছে। উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে আগামী কিছুদিন এই কুয়াশায় আচ্ছন্ন থাকবে। দার্জিলিং এবং কালিম্পঙে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে।