বিজেপি নেতাকে পিটিয়ে কুপিয়ে খুনের অভিযোগ (Photo: Twitter)

হালিশহর, ১৩ ডিসেম্বর: বিজেপি (BJP) নেতাকে পিটিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। মৃতের নাম সৈকত ভাওয়াল (Saikat Bhawal)। শনিবার ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার হালিশহরের (Halisahar) রবীন্দ্রপল্লীতে। অভিযোগের তির তৃণমূলের (TMC) দিকে। খুনের অভিযোগ অস্বীকার তৃণমূলের। বদলার হুঁশিয়ারি বিজেপি নেতাদের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

শনিবার বিকেলে সৈকত বিজেপির গৃহসম্পর্ক অভিযান কর্মসূচিতে এলাকায় বিভিন্ন বাড়িতে যান। এই প্রচার কর্মসূচিতে তাঁর সঙ্গে বেশ কয়েকজন দলীয় কর্মীও ছিলেন। অভিযোগ, কয়েকজন দুষ্কৃতী তাঁদের ঘিরে ধরে। বিজেপি কর্মীদের বেশ কয়েকজন পালিয়ে গেলেও আটকে পড়েন সৈকত। তখনই বাঁশ, লাঠি, ধারালো অস্ত্র দিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায় রাস্তাতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা উদ্ধার করে নিয়ে যান কল্যাণীর জেএনএম হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা সৈকতকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় আরও বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন। আরও পড়ুন: Poush Mela 2020: শান্তিনিকেতনে এবার হচ্ছে না পৌষ মেলা, প্রথা মেনে হবে পৌষ উৎসব

জানা হিয়েছে, হালিশহরের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৈকত আদতে আরএসএসের কর্মী। তিনি ওই এলাকার বুথ সভাপতি। এই ঘটনায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "হালিশহরে সৈকত ভাওয়ালের নির্মম মৃত্যু আসন্ন বিধানসভা নির্বাচন যেভাবে রক্তক্ষয়ী হতে চলেছে তারই নিদর্শন। আজ বিকেলে টিএমসি গুন্ডারা তাঁকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে। আটজন গুরুতর আহত হয়েছেন।"