কলকাতা, ১৪ জুলাই: সোমবার ভোর থেকে একটানা বৃষ্টি শুরু হয়েছে কলকাতা-সহ (Kolkata Rain) রাজ্যের (West Bengal Weather Update) একাধিক এলাকায়। নিন্মচাপের (Low Pressure) জেরে এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে কলকাতায় তেমনি রাজ্যের একাধিক এলাকাতেও শুরু হয়েছে ভারি বৃষ্টি। দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে। যার জেরে জল জমতে শুরু করেছে। তবে ভারি বৃষ্টি এখনই থামছে না। এমনই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
আবহাওয়া দফতরের (IMD) আধিকারিক নরেশ কুমার জানান, এই মুহূর্তে ভারি বর্ষণ থেকে মুক্তি পাচ্ছেন না রাজ্যের মানুষ। অর্থাৎ এই মহূর্তে রাজ্যের প্রায় সর্বত্র ভারি বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। ফলে পশ্চিমবঙ্গের উপর এই মুহূর্তে লাল সতর্কতা জারি করা হয়েছে। এমনই জানান আবহাওয়া দফতেরর আধিকারিক। বাংলার পাশাপাশি ওড়িশা (Odisha) এবং ঝাড়খণ্ডেও (Jharkhand) লাল সতর্কতা (Red Alert) জারি করা হয়েছে বলে খবর।
শুনুন হাওয়া অফিসের তরফে কী জানানো হল...
VIDEO | Delhi: IMD Scientist Naresh Kumar shares a weather update, stating: “A well-marked low-pressure area has developed over West Bengal and adjoining Bangladesh. Within the next six hours, it may intensify into a depression. Due to its impact, heavy to very heavy rainfall is… pic.twitter.com/x01xxQmYKm
— Press Trust of India (@PTI_News) July 14, 2025
হাওয়া অফিসের কথায়, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন এলাকাতেই আপাতত নিম্নচাপ অবস্থান করছে। যার জেরে রাজ্যের সর্বত্র ভারি থেকে অতি ভারি বৃষ্টিতে ভাসতে শুরু করেছে।