West Bengal Weather: পুজোয় ফের বৃষ্টির অশনি সংকেত। মহালয়ের পর থেকে ভিজতে চলেছে বাংলা। সবে মাত্র দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিয়েছে নিম্নচাপ। শুক্রবার দুপুর থেকে পরিষ্কার আকাশের দেখা মিলেছে। আর এর মাঝেই দুর্গা পুজোয় বৃষ্টির পূর্বাভাস শোনাল আলিপুর আবহাওয়া দফতর।
বাঙালির বারো মাসে তেরো পার্বণ হওয়া সত্ত্বেও দুর্গা পুজোর (Durga Puja 2024) জন্যে বছরভোর অপেক্ষা করে থাকে তারা। তবে পুজোর মাঝে বৃষ্টির ভ্রুকুটি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ জুড়ে। গোটা পুজো জুড়েই ভিজবে বাংলা, এমনটাই জানাচ্ছে হওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ৫ অক্টোবর থেকে ৯ অক্টোবর (ষষ্ঠ) দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কোন কোন জেলায় বৃষ্টির সঙ্গে আবার বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। ১০ অক্টোবর সপ্তমী থেকে ১৩ অক্টোবর দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার বেশ কিছু এলাকা ভিজবে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে।
পুজোর মাঝে বৃষ্টির ভ্রকুটি...
Special Bulletin -1
Weather Outlook during Durga Puja Festival,2024 over West Bengal.
Next update will be given on 03.10.2024 pic.twitter.com/owpwuxfDae
— IMD Kolkata (@ImdKolkata) September 27, 2024
একই চিত্র উত্তরবঙ্গেও। ৫ অক্টোবর থেকে ৯ অক্টোবর (ষষ্ঠ) উত্তরবঙ্গের প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ১০ অক্টোবর সপ্তমী থেকে ১৩ অক্টোবর দশমী পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলির কিছু অংশে সামান্য বৃষ্টি হতে পারে।
তবে আবহাওয়া দফতর জানাচ্ছে, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তাই রাজ্যবাসীর দুশ্চিন্তার কোন কারণ নেই।