Thunderstorm (Photo Credit: X/Screengrab))

কলকাতা, ১ মে: পশ্চিমবঙ্গের আবহাওয়ায় (West Bengal Weather) বড় পরিবর্তন। পরপর বৃষ্টির (Rain) পর ফের তাপ বাড়তে শুরু করেছে বাংলায় (Today's Weather Forecast)। বুধবার বৃষ্টির (Rain) দেখা পাননি বাংলার মানুষ। ফলে তাপমাত্রা ফের বাড়তে শুরু করেছে বঙ্গে। তবে ১ মে তাপমাত্রা বাড়লেও বৃষ্টি হতে পারে। বাংলার আকাশে বৃহস্পতিবার ফের জমতে শু রু করেছে বজ্রগর্ভ মেঘ। আর এই বজ্রগর্ভ মেঘের দৌলতেই বৃহস্পতিবার রাজ্যে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বাংলার পাশাপাশি ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরাখন্ড, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশেও বজ্রগর্ভ মেঘের সঞ্চারে বৃষ্টি নামতে পারে আজ। উত্তর-পূর্ব ভারতের পাশাপাশি পশ্চিম উত্তরপ্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং রাজস্থানেও বজ্রগর্ভ মেঘ সঞ্চারিত হয়ে বৃষ্টি নামতে পারে বলে আশঙ্কা।

আরও পড়ুন: West Bengal Weather Today: আপাতত দহনজ্বালা থেকে মুক্তি, বৃহস্পতিতে রাজ্যজুড়ে দুর্যোগের ঘনঘটা, জেনে নিন আজকের আবহাওয়ার হালহকিকত

দেখুন কী জানানে হয় ১ মের তাপমাত্রা এবং বৃষ্টির পূর্বাভাষ নিয়ে...

 

প্রসঙ্গত ১ মে তাপ কমে বৃষ্টি নামলেও, গোটা মাস জুড়ে দহনজ্বালা থাকবে বঙ্গে। মে মাসে তাপমাত্রা বাড়বে বাংলায়। বিশেষ করে দক্ষিণবঙ্গে। মে মাসে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপপ্রবাহ শুরু হবে। তেমনই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।