Photo Credit: X@ETVBharatWB

।  পশ্চিমবঙ্গের দক্ষিণ ও উত্তর প্রান্তের প্রায় সব জেলাতেই আপাতত ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ রয়েছে। কিছু কিছু জেলায় আবার সতর্কতাও জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সারা সপ্তাহ ধরেই কমবেশি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। বর্তমানে দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব রাজস্থানে দুটি ঘূর্ণাবর্ত সক্রিয় হয়েছে, যার প্রভাব উত্তর কেরল পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি, উত্তর বাংলাদেশ ও তার সংলগ্ন এলাকায় আরেকটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার ফলে গতকাল থেকে নতুন পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য অঞ্চলে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। এরপর রবিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ঝড়-বৃষ্টি প্রত্যাশিত। ৫ মে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়ায় বৃষ্টি হবে। ৬ মে-ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টি ও ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। ঝড়-বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। সপ্তাহভর উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলা ঝড়ের সাক্ষী থাকতে পারে।আগামী রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝড়ে বাতাস ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বইতে পারে। সোম এবং মঙ্গলবার কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার দমকা ঝড়ো বাতাস। আগামী ৭ দিনে তাপমাত্রার কোনও বড়সড় পরিবর্তন নেই।  শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম।