Bay Of Bengal (Photo Credit: X/Screengrab)

কলকাতা, ২৫ সেপ্টেম্বর: বঙ্গোপসাগরে আবার নতুন করে তৈরি হল নিম্নচাপ। ফলে পুজোর সময় আবার নতুন করে বৃষ্টিতে ভাসতে পারে গোটা বাংলা। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে এই বর্ষণ চলতে পারে। পুজোর প্রথম দিকেই হতে পারে বর্ষণ। নিন্মচাপের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোথাও হালকা আবার কোথাও ভারী বর্ষণের সতর্কতা রয়েছে।

আবহাওয়া দফতরের কথায়, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরেও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। দ্বিতীয় ঘূর্ণাবর্তের প্রভাবেই বঙ্গে বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, সেটিই নিম্মচাপের রূপ নিতে পারে। আর ওই নিম্নচাপের প্রভাবেই হবে বর্ষণ। ২৬, ২৭ সেপ্টেম্বর জুড়ে বৃষ্টি হতে পারে। অর্থাৎ চতুর্থী থেকেই রয়েছে বর্ষণের ভ্রুকুটি। যে কোনও সময় এই বর্ষণ হালকা থেকে মাঝারি কিংবা ভারী বৃষ্টির রূপ নিয়ে পুজোর দিনগুলি মাটি করে দিতে পারে বলে আশঙ্কা।

আরও পড়ুন: Rain Forecast On Durga Puja: পুজোয় নতুন জামার সঙ্গে ছাতা মাস্ট? ফের বৃষ্টিতে ভাসবে কলকাতা?

নিম্নচাপের প্রভাবে শুক্রবার থেকে যে বৃষ্টি শুরু হবে, তা শনি পর্যন্ত চলবে। রবিবার আকাশের মুখ ভার থাকবে না রোদ বেরোবে, তা অবশ্য সময় বলবে। তবে পুজোর মধ্যে বৃষ্টির আশঙ্কায় যে আপামর বাঙালির কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে, তা স্পষ্ট।

রবিবার রাত থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয় কলকাতায়। শহর-ঘেঁষা সংলগ্ন এলাকাগুলিও ভেসে যেতে শুরু করে। ফলে সোমবার দিন যত এগোতে শুরু করে, কলকাতা শহর কার্যত ভাসতে শুরু করে। তবে মঙ্গলবার বেলা বাড়তেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে জোর কদমে জল নামানোর কাজ শুরু হয়। বুধবার শহর থেকে জল বের করে দেওয়া হয়। তবে আজ পর্যন্ত মূল শহরে জল না থাকলেও, বিভিন্ন কোনায় এখনও বর্ষার জল রয়েছে বলেই জানা যাচ্ছে।

রবিবার রাত এবং সোমবার সকালের তুমুল বৃষ্টির পর প্রশাসন এক নাগাড়ে কাজ শুরু করে। নবান্নে খোলা হয় কন্ট্রোল রুম।যার দেখভাল খোদ মুখ্যমন্ত্রী করেন। দুরন্ত গতিতে যাতে কলকাতা শহর থেকে জল সরানো যায়, তরা চেষ্টা শুরু করেন পুরসভার কর্মীরা।