Kolkata Rain, Representational Image (Photo Credit: File Photo)

কলকাতাঃ সোমবার রাতের বৃষ্টিতে (Heavy Rain) বিপর্যস্ত কলকাতা(Kolkata)। এখনও জলমগ্ন শহরের কিছু অংশ। তারই মধ্যে ফের নিম্নচাপের ভ্রূকুটি। পুজোয় বাঙালির পিছু ছাড়ছে না বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বাংলা লাগোয়া ওড়িশা উপকূলে বর্তমানে সক্রিয় হচ্ছে নিম্নচাপ। পাশাপাশি বঙ্গোপসাগর লাগোয়া মায়ানমার উপকূলে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আজ, বৃহস্পতিবার নিম্নচাপে পরিণত হবে এই ঘূর্ণাবর্ত। আগামিকাল অর্থাৎ শুক্রবার তা ভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানা গিয়েছে। এরপর শনিবার ওড়িশা-অন্ধ্রপ্রদেশ উপকূল হয়ে স্থলভাগে ঢুকবে এই নিম্নচাপ। এর জেরে পুজোর শেষবেলা পর্যন্ত চলবে বৃষ্টি। আগামী পাঁচ থেকে সাত দিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েচজে দক্ষিণবঙ্গজুড়ে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমের বাঁকুড়া জেলাতেও। কলকাতা, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ইতিমধ্যে গোটা বাংলাতেই জারি হলুদ সতর্কতা। ২৮ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নবমীর রাত পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পুজোয় নতুন জামার সঙ্গে ছাতা মাস্ট? ফের বৃষ্টিতে ভাসবে কলকাতা?