(Photo Credits: Bharat Biotech)

কলকাতা, ২ ডিসেম্বর: আজ থেকেই কলকাতায় শুরু হচ্ছে কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল (Covaxin Phase 3 Trial)। বুধবার কলকাতার নাইসেডে করোনাভাইরাসের প্রতিষেধক কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ শুরু। যদি মেডিক্যাল টেস্টে সুস্থ প্রমাণিত হন তাহলে রাজ্যের কোভ্যাক্সিনের ট্রায়ালের প্রথম স্বেচ্ছাসেবক হবেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম(৬২)। নাইসেডের তরফে সোমবার সংবাদ সংস্থা পিটিআই-কে এই তথ্য জানান এক পদস্থকর্তা। সবমিলিয়ে রাজ্যে প্রায় হাজার জনের শরীরে এই ভ্যাকসিনের পরীক্ষামূক প্রয়োগ হবে। প্রায় এক সপ্তাহ আগে রাজ্যে পৌঁছেছে করোনা প্রতিষেধক কোভ্যাক্সিন। আজই ভারত বায়োটেকের এই কোভ্যাক্সিন নাইসেডে ঢুকেছে। নাইসেডের তরফ থেকেই মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে স্বেচ্ছাসেবক হওয়ার আবেদন গিয়েছিল, তিনি সানন্দে তা গ্রহণ করেছেন। আরও পড়ুন-Uttar Pradesh: মহিলাকে উত্যক্ত করায় প্রতিবাদ করেছিলেন যুবক, তাঁকেই গুলি অভিযুক্ত পুলিশকর্মীর

সবমিলিয়ে দেশে মোট ২৫ হাজার ৮০০ জনের শরীরে প্রবেশ করবে কোভ্যাক্সিন। যার মধ্যে হাজার জন এই রাজ্যের বাসিন্দা। এজন্য মাইনাস ৪ ডিগ্রি তাপমার্তায় কোভ্যাক্সিনকে সংরক্ষণ করা হয়েছে। পুরো কাজটাই নিজেদের তত্ত্বাবধানে করেছে নাইসেড। মূলত, পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি এবং ভারত বায়োটেকের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই করোনা প্রতিষেধক কোভ্যাক্সিন। নাইসেডে টীকাকরণ নিয়ে চলছে জোর প্রস্তুতি। রাজ্যপাল জগদীপ ধনখড় পৌঁছালে প্রক্রিয়া শুরু কের দেওয়া হবে। এই প্রসঙ্গে নাইসেড অধিকর্তা শান্তা দত্ত বলেন, কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের পরীক্ষা মূলক প্রয়োগ হল সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশের ২৪টি সংস্থা এই দায়িত্ব পাচ্ছে। তার মধ্যে আমাদের রাজ্যের তরফে রয়েছে নাইসেড।