Durga Puja 2020: সুরুচি সংঘের পুজোয় হাজির তৃণমূল সাংসদ নুসরত জাহান, বাজালেন ঢাক
সুরুচি সংঘের পুজোয় হাজির তৃণমূল সাংসদ নুসরত জাহান (P[hoto: ANI)

কলকাতা, ২৪ অক্টোবর: অষ্টমীর (Ashtami) অঞ্জলি নিতে সুরুচি সংঘের (Durga Puja 2020) পুজোয় হাজির তৃণমূল সাংসদ নুসরত জাহান (MP Nusrat Jahan)। স্বামী নিখিল জৈনের সঙ্গে শনিবার মহাষ্টমী পুজোয় হাজির হন অভিনেত্রী। লাল পাড় শাড়িতে সেজে, মুখে মাস্ক পরে প্যান্ডেলে হাজির হন নুসরত। পুজার অন্যতম উদ্যোক্তা ও রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে ঢাক বাজান নুসরত। এছাড়াও ঢাকের তালে কোমর দোলাতেও দেখা যায় তাঁকে।

বিয়ের প্রথম বছর স্ত্রী মিথিলাকে নিয়ে সুরুচি সংঘে পুষ্পাঞ্জলি দিলেন চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। সৃজিতও মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে ঢাক বাজান। নুসরতকে সঙ্গে নিয়ে ঢাকের তালে কোমর দোলান মিথিলাও। আরও পড়ুন: Durga Puja 2020 Maha Ashtami Puja: আজ মহাষ্টমী, মণ্ডপে মণ্ডপে চলছে পুজো, অঞ্জলি দেওয়া

মহাষ্টমীতে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। টুইটারে তিনি লেখেন, "সকলকে জানাই মহাষ্টমীর শুভেচ্ছা। পুস্পাঞ্জলির মন্ত্রে এবং সন্ধি পুজোর প্রদীপের আলোকে স্নিগ্ধ হোক সবার জীবন।"