৩ টি নতুন বন্দে ভারত(vande bharat) এক্সপ্রেস পেতে চলেছে ভারত। চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেসের জন্য কথা চলছে। ৩ টি ট্রেন চলবে যথাক্রমে হাওড়া-পুরী, হাওড়া-রাচী এবং হাওড়া পাটনা পর্যন্ত।চতুর্থ ট্রেনটি হাওড়া ও বারাণসী পর্যন্ত চলতে পারে বলে জানা গেছে।
ইস্টার্ন রেলওয়ের(Eastern Railway) জেনারেল ম্যানেজার অরোরা জানিয়েছেন, হাওড়া -জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস যা প্রধানমন্ত্রী গত বছর উদ্বোধন করেছিলেন তার সঙ্গে আরও ৩ টি ট্রেন পেতে চলছে বাংলা।
রাজ্যের প্রথম বন্দেভারত ট্রেনটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয়। এই ট্রেনটি হাওড়া থেকে জলপাইগুড়ি দুরত্ব মাত্র ৬.৫ ঘন্টায় অতিক্রম করে।মিশন রফতার প্রকল্পে আরও ৩ টি সেমি হাই স্পীড ট্রেন বাংলাতে আসবে বলে জানা গেছে।
হাওড়া বারাণসী বন্দে ভারত এক্সপ্রেসের বিষয়ে কথা চলছে বলে জানা গেছে। ট্রেনের গতি কমপক্ষে ১৬০ কিমি করার কাজ চলছে।
গতির ট্রেন হলেও বন্দে ভারত এক্সপ্রেসে ঢিল ছোড়া নিয়ে বিতর্ক দানা বেধেছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে বন্দে ভারতে ঢিল ছোড়ে কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি।যার ফলে কিছুটা হলেও বিশাখাপত্তনম থেকে দেরীতে ছাড়ে ট্রেন।
मिशन रफ्तार के तहत बंगाल को मिलेगी और तीन नयी वन्दे भारत pic.twitter.com/Lbjs3F9hUH
— Eastern Railway (@EasternRailway) April 5, 2023