কলকাতা, ২৯ মার্চ: করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন (Lockdown) চলছে। এই পরিস্থিতিতে কোনও রকমে দু’বেলা দু’মুঠো খাবারের জোগাড় করতেই হিমশিম খাচ্ছে আম জনতা। সেখানে মাছ-ভাতে বাঙালির অবস্থা আরও শোচনীয়। কারণ বাজারে মাছ প্রায় অমিল। আর তাতেই ডাল-ভাতে কাটাতে হচ্ছে বাঙালিকে। যদিও বেশিদিন তা করতে হবে না। কারণ আপনার বাড়ির দরজায় মাছ পৌঁছে দেওয়া হবে। হরবাসীর কাছে মাছ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে রাজ্য মৎস্য উন্নয়ন নিগম (Fisheries Development Corporation)।
নিগমের তরফে জানানো হয়েছে, লকডাউন চালাকালীন শহর ও শহরতলির বিভিন্ন জায়গায় মাছ বিক্রি করবে রাজ্য মৎস্য উন্নয়ন নিগম। বাজারগুলিতেও নিগমের তরফে মাছ বিক্রি করা হবে। পাশাপাশি নিগমের অ্যাপের (SFDC) মাধ্যমেও ঘরে বসে মাছ কেনা যাবে ঘরে বসেই। অ্যাপের মাধ্যমে নিগমের মাছ বিক্রির সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করেন মৎস্যমন্ত্রী চন্দ্রনাথবাবু। তিনি বলেন, ‘‘লকডাউনের পরিস্থিতিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিষেবা চালু রেখে শহরবাসীদের দরজায় দরজায় ন্যায্য মূল্যে মাছ পৌঁছে দেওয়া হবে।’’ আরও পড়ুন: Coronavirus in West Bengal: তেহট্টের করোনাভাইরাসে আক্রান্ত পরিবারের সঙ্গে ট্রেন সফর, আইসোলেশনে CRPF-র মহিলা কনস্টেবল
নিগমের তরফে জানানো হয়েছে, শনিবার থেকে শহরে দশটি গাড়ি চালু হয়েছে। আগামী সোমবার থেকে আরও দশটি গাড়ি চলবে। নলবনে নিগমের জলাশয় থেকে শনিবার প্রায় তিনশো কেজি মাছ ধরা হয়। ওই মাছ দশটি গাড়িতে চাপিয়ে সল্টলেকের বিভিন্ন এলাকায় বিক্রি করা হয়েছে। যোধপুর পার্ক, টালিগঞ্জ, যাদবপুরে মাছ বিক্রি করা হয়। নবান্নেও একটি মাছের গাড়ি পাঠানো হয়।
নিগমের ম্যানেজিং ডিরেক্টর সুব্রত মুখার্জি বলেন, ‘‘টাটকা রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া ছাড়াও গ্রাস কার্প, চিংড়ি, ট্যাংরা আমরা ন্যায্য মূল্যে বিক্রি করছি।’’ তিনি জানান, রবিবার থেকে বালিগঞ্জ, কালীঘাট, নিউ টাউনে মাছ পাওয়া যাবে।