SSC Protest. File Photo. (ছবিঃFacebook)

SSC Teacher Recruitment: নবম-দশম শ্রেণির শিক্ষক-শিক্ষিকাদের জন্য ১১ হাজার ৫১৭টি অতিরিক্ত পদে নিয়োগ করা হবে। চাকরিহারাদের নিয়ে ২৩ হাজার ২১২ শূন্যপদ। আগামী ৩০ মে, শুক্রবার SSC নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারির ঘোষণা করে এমন কথাই ঘোষণা করা হল। মঙ্গলবার নবান্নে এমন কথাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (CM Mamata Banerjee)। আবার পরীক্ষায় বসতেই হচ্ছে চাকরিহারা শিক্ষকদের। পরীক্ষার দিনক্ষণ শীঘ্রই জানিয়ে দেওয়া হবে৷ সুপ্রিম কোর্টের নির্দেশের ভিত্তিতেই নিয়োগ বিজ্ঞাপ্তি জারি করা হল। সুপ্রিম নির্দেশ মেনে পুরো প্যানেল বাতিল করা হল বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। মমতা এদিন জানান, "সত্যি বলতে আমরা বিজ্ঞপ্তি জারি করতে বাধ্য হচ্ছি। আমরা চাই, চাকরিহারার চাকরি পাক, সেটাই আমরা চাই।" পরীক্ষা না দিয়ে 'যোগ্য' প্রার্থীদের পুনর্বহাল করার বিষয়টি সুপ্রিম কোর্টের ওপরেই ছাড়ল রাজ্য সরকার।

অনলাইনে আবেদন ১৬ জুন থেকে, শেষ দিন ১৪ জুলাই

অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হচ্ছে। চাকরিহারাদের বয়স সীমায় ছাড় ও যারা কাজ করেছেন তাঁদের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দিয়েই হবে নিয়োগ প্রক্রিয়া।নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ১৬ জুন থেকে অনলাইনে SSC নিয়োগের পরীক্ষার আবেদন করা শুরু হবে ৷

আগামী ১৫ নভেম্বর মেধা তালিকা প্রকাশিত হবে

পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত এবং গ্রুপ সি- গ্রুপ ডি মিলিয়ে মোট ৪৪,২০৩টি শূন্যপদে নিয়োগ হবে৷ ১৪ জুলাই আবেদনের শেষ তারিখ থাকছে৷ মানে ২৮ দিনের সময় দেওয়া হল SSC পরীক্ষার আবেদন করার (১৬ জুন থেকে ১৪ জুলাই)। আগামী ১৫ নভেম্বর মেধা তালিকা প্রকাশিত হবে ৷ কাউন্সেলিং শুরুর দিন দেওয়া হয়েছে ২০ নভেম্বর থেকে ৷ শীর্ষ আদালতে রিভিউ পিটিশনে ইতিবাচক সাড়া না পেলে নভেম্বরের মধ্যেই লিখিত পরীক্ষা, ইন্টারভিউ সহ নিয়োগ প্রক্রিয়ার গোটাটাই শেষ করবে রাজ্য সরকার৷ কারণ হিসেবে মুখ্যমন্ত্রী জানালেন, ডিসেম্বরের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷