পশ্চিমবঙ্গ সহ ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আজ থেকেই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচী এসআইআর প্রক্রিয়া চালু হতে চলেছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার গতকাল নতুন দিল্লীর বিজ্ঞানভবনে এক সাংবাদিক সম্মেলনে জানান দ্বিতীয় পর্যায়ে, পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান , গুজরাত, তামিলনাড়ু , কেরালা, পুডুচেরি, গোয়া, লাক্ষাদ্বীপ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এই ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর করা হবে।
এই ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটার তালিকা এখন ফ্রিজ করে দেওয়া হয়েছে। বর্তমান ভোটারদের যে অনুমারেশন ফর্ম দেওয়া হবে, তাতে তারা বিস্তারিত তথ্য নথিবদ্ধ করতে পারবেন।মুখ্য নির্বাচন কমিশনার বলেন, ২০০২, তিন ও চারের ভোটার তালিকায় যে সমস্ত ভোটদাতা কিংবা তার বাবা মায়ের নাম ছিল, তাদের কোনো অতিরিক্ত নথি জমা দিতে হবে না।
নির্বাচন কমিশন, (বিশেষ নিবিড় সংশোধন কর্মসুচি) SIR ঘোষণা করার পর সেব্যাপারে অবগত করতে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল আজ এক সর্বদলীয় বৈঠক ডেকেছেন। বিকেল চারটেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ঐ বৈঠকে যোগদানের জন্য জাতীয় ও রাজ্য স্তরের ৮ টি স্ব্বীকৃত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে আছে, জাতীয় স্তরের ৬ টি রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (BJP), কংগ্রেস (Congress), সিপিআইএমCPI(M), আম আদমি পার্টি (AAP), বহুজন সমাজ পার্টি (BSP) ও NPP এবং রাজ্য স্তরে দুটি দল তৃণমূল কংগ্রেস ও ফরোয়ার্ড ব্লক।
এদিকে মনোজ আগরওয়াল আগামীকাল রাজ্যের সব জেলা নির্বাচনী আধিকারিক, বিধানসভা কেন্দ্রের ই আরও, এইআরও ও বুথ লেভেল আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। ভার্চূয়াল এই বৈঠকে উপস্থিত থাকার জন্যে সব জেলাশাসকদের পাশাপাশি মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের অন্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে সিইও দপ্তর সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি বুথ লেভেল আধিকারিকদের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে ভারতীয় নির্বাচন কমিশন আলাদাভাবে তাদের সঙ্গে বৈঠকে বসবে বলেও জানা গেছে।