Suicide. Representative Image (Photo Credits: Unsplash)

আলিপুরদুয়ার, ১ নভেম্বর:  শপিং মল (Shopping Mall) থেকে চকোলেট চুরির ভিডিয়ো ভাইরাল হওয়ার এবার আত্মহত্যা করলেন এক কলেজ ছাত্রী। আলিপুরদুয়ারে এমনই একটি ভিডিয়ো (Video) ভাইরাল হতেই তা নিয়ে শোরগোল শুরু হয়ে যায়। এরপরই চরম পদক্ষেপ করেন কলেজে পড়ুয়া তৃতীয় বর্ষের ওই ছাত্রী। আবিপুরদুয়ারের সুভাষপল্লির জয়গাঁওতে সোমবার ওই কলেজ ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

জয়গাঁও থানার পুলিশ আধিকারিক প্রবীর দত্ত জানান, কলেজ ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর তৃতীয় বর্ষের ওই কলেজ ছাত্রী নিজের দিদির সঙ্গে শপিং মলে যান। শপিং মল থেকে বেরনোর সময় ওই নিরাপত্তারক্ষীরা ওই ছাত্রীর কাছ থেকে লুকনো চকোলেট উদ্ধার করেন। যা নিয়ে শপিং মলের মধ্যে শোরগোল শুরু হলে, ওই ছাত্রী চকোলেটের টাকা মিটিয়ে শপিং মল থেকে বেরিয়ে যান। এ পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু ওই ছাত্রীকে যখন চকোলেট সমেত ধরা হয়, সেই সময় মলে হাজির বেশ কিছু মানুষ তাঁর ভিডিয়ো করেন। ওই ছাত্রীর ভিডিয়ো এরপর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে, মানসিকভাবে তিনি ভেঙে পড়েন। এমনই জানান ছাত্রীর বাবা।

নিজের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হলে ওই ছাত্রী লজ্জা ধরে রাখতে পারেননি। এরপরই তিনি চরম পদক্ষেপ করেন। তৃতীয় বর্ষের ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হলে, তা নিয়ে শোরগোল শুরু হয়। কে বা কারা ছাত্রীর ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেন, সে বিষয়ে খোঁজ চালিয়ে উপযুক্ত পদক্ষেপ করতে হবে বলে দাবি জানানো হয় স্থানীয়দের তরফে। তবে শপিং মল কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি।