কলকাতা, ৩১ জুলাই: করোনাভাইরাসে (COVID-19) আক্রান্ত হয়ে মৃত্যু হল প্রবীণ চিকিৎসকের। জেনারেল মেডিসিনের চিকিৎসক তরুণ কুমার ব্যানার্জির (Tarun Kumar Banerjee) মৃত্যু হয়েছে বেসরকারি হাসপাতালে। গত সপ্তাহে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। আজ সকাল সাড়ে দশটা নাগাদ তিনি মারা যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনা আক্রান্ত ওই চিকিৎসক হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। তিন মাস আগে হৃদযন্ত্রে অস্ত্রোপচার হয়। ২টি স্টেন্ট বসানো হয়। কয়েকদিন আগে বেশ জ্বর ও শ্বাসকষ্ট ছিল তাঁর। পরে তাঁর করোনা পরীক্ষা করা হয়েছিল। রিপোর্ট পজিটিভ আসে। আরও পড়ুন: Shyamal Chakraborty: করোনা আক্রান্ত সিপিআইএম নেতা শ্যামল চক্রবর্তী, ভর্তি হাসপাতালে
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তরুণবাবুর শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। শুক্রবার সকাল ১০টা ২০ মিনিট নাগাদ আমরি হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৭৮ বছর। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্র খবর, এ পর্যন্ত ৪ জন প্রবীণ চিকিৎসকের মৃত্যু হয়েছে করোনায়।