Coronavirus In West Bengal: ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৩,১৫৭, মৃত্যু ৫৭ জনের
Representational Image (Photo Credits: Pixabay)

কলকাতা, ১১ সেপ্টেম্বর: গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Coronavirus) আক্রান্ত হলেন ৩ হাজার ১৫৭ জন। এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৬ হাজার ৩৩২ জন। পাশাপাশি রাজ্যে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৭ জনের। মোট মৃত ৩ হাজার ৮২৮ জন। রাজ্যে বর্তমান চিকিৎসা চলছে ২৪ হাজার ৪৬১ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ১৬ জন। রাজ্যে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৪৩ জন। রাজ্যে সুস্থতার হার ৮৬.১০ শতাংশ। আজ এই পরিসংখ্যান দিয়েছ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর (Health Department)।

ভারতে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা (Coronavirus Cases In India) প্রায় ১ লক্ষ ছুঁই ছুঁই। সুখবরবার করোনায় আক্রান্তের সংখ্যা ৪৫ লক্ষ ছাড়ালো। বৃহস্পতিবার সারাদিনে দেশে নতুন করে কোভিডে আক্রান্তের সংখ্যা ৯৬ হাজার ৫৫১ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে,গতকাল সারাদিনে দেশে করোনার বলি ১ হাজার ২০৯ জন। সবমিলিয়ে দেশে মোট করোনা আক্রান্ত এখন ৪৫ লাখ ৬২ হাজার ৪১৫জন। এর মধ্যে ৯ লাখ ৪৩ হাজার ৪৮০ জনের শরীরে এখনও করোনা সক্রিয়। ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৩৫ লাখ ৪২ হাজার ৬৬৪ জন। দেশে এখনও পর্যন্ত করোনার মৃত্যু মিছিলে শামিল ৭৬ হাজার ২৭১ জন। আরও পড়ুন: Suresh Angadi Tests Positive For COVID-19: করোনা আক্রান্ত রেল প্রতিমন্ত্রী সুরেশ আঙ্গাড়ি

বৃহস্পতিবার আইসিএমআর (ICMR) এর রিপোর্ট বলছে, ১০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৫ কোটি ৪০ লক্ষ ৯৭ হাজার ৯৭৫ টি নমুনার করোনা টেস্ট হয়েছে। শুধু বুধবারেই আইসিএমআর এর তত্ত্বাবধানে ১১ লাখ ৬৩ হাজার ৫৪২ জনের করোনা টেস্ট হয়েছে। দেশের মধ্যে ধারাবাহিকভাবে করোনা বিধ্বস্ততার শীর্ষে এখনও রয়েছে মহারাষ্ট্র। গতকাল সারাদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৪৪৬ জন। সবমিলিয়ে সেখানে মোট করোনা আক্রান্ত ৯ লাখ ৯০ হাজার ৭৯৫ জন।