রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গাড়ি (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ১১ সেপ্টেম্বর: করোনাভাইরাসে (COVID-19) আক্রান্ত রেল মন্ত্রকের প্রতিমন্ত্রী সুরেশ আঙ্গাড়ি (Suresh Angadi)। টুইট করে নিজেই এই খবর দিয়েছেন মন্ত্রী। জানা যাচ্ছে, মন্ত্রীর কোনও উপসর্গ নেই। টুইটারে মন্ত্রী লেখেন, "আমি আজ কোভিড -১৯ পজিটিভ পরীক্ষা করেছি। আমি ভালো আছি চিকিৎসকদের পরামর্শ নিয়ে। গত কয়েক দিন যারা আমার সংস্পর্শে এসেছেন তাদের সকলের অনুরোধ স্বাস্থ্যের প্রতি নজর রাখুন এবং কোনও লক্ষণ দেখা দিলে পরীক্ষা করে নিন।"

ভারতে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা (Coronavirus Cases In India) প্রায় ১ লক্ষ ছুঁই ছুঁই। সুখবরবার করোনায় আক্রান্তের সংখ্যা ৪৫ লক্ষ ছাড়ালো। বৃহস্পতিবার সারাদিনে দেশে নতুন করে কোভিডে আক্রান্তের সংখ্যা ৯৬ হাজার ৫৫১ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে,গতকাল সারাদিনে দেশে করোনার বলি ১ হাজার ২০৯ জন। সবমিলিয়ে দেশে মোট করোনা আক্রান্ত এখন ৪৫ লাখ ৬২ হাজার ৪১৫জন। এর মধ্যে ৯ লাখ ৪৩ হাজার ৪৮০ জনের শরীরে এখনও করোনা সক্রিয়। ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৩৫ লাখ ৪২ হাজার ৬৬৪ জন। দেশে এখনও পর্যন্ত করোনার মৃত্যু মিছিলে শামিল ৭৬ হাজার ২৭১ জন।

বৃহস্পতিবার আইসিএমআর (ICMR) এর রিপোর্ট বলছে, ১০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৫ কোটি ৪০ লক্ষ ৯৭ হাজার ৯৭৫ টি নমুনার করোনা টেস্ট হয়েছে। শুধু বুধবারেই আইসিএমআর এর তত্ত্বাবধানে ১১ লাখ ৬৩ হাজার ৫৪২ জনের করোনা টেস্ট হয়েছে। দেশের মধ্যে ধারাবাহিকভাবে করোনা বিধ্বস্ততার শীর্ষে এখনও রয়েছে মহারাষ্ট্র। গতকাল সারাদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৪৪৬ জন। সবমিলিয়ে সেখানে মোট করোনা আক্রান্ত ৯ লাখ ৯০ হাজার ৭৯৫ জন।