দু’দিন হল রাজ্যে শুরু হয়েছে এসআইআর (SIR)। গত মঙ্গলবার থেকে ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন শুরু হলেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক অভিযোগ উঠে আসছে। কোথাও বিএলও-দের বাধা দেওয়া হচ্ছে। তাঁদের থেকে ফর্ম নিচ্ছে না স্থানীয় বাসিন্দা। কোথাও রাজনৈতিক দলের প্রভাবে নির্বাচনের কাজ স্বতঃস্ফূর্তভাবে না করতে পারার অভিযোগ উঠছে। কোথাও আবার বিএলও শাসক দলে সমর্থনে কাজ করছে বলেও অভিযোগ উঠে আসছে। এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এসবের মাঝেই আগামীকাল থেকে নির্বাচন কমিশনের আধিকারিকরা বিভিন্ন জায়গায় গিয়ে পরিদর্শন করবেন বলে জানা গিয়েছে।

কী বললেন শুভেন্দু অধিকারী?

এই ইস্যুতে বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, “উত্তর ২৪ পরগনার ১০০টির ওপর বুথে বিএলও কাজ করতে পারছেন। এদের মধ্যে অনেককেই ভয় দেখিয়ে কাজে বাধা দেওয়া হচ্ছে। তাঁদের বলব আপনি পুলিশে জানান বা নির্বাচন কমিশনে অভিযোগ করুন। আবার কয়েকজন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কাজ করছেন, তাঁদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ আমাদের হাতে আসছে। আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করব। আগামীকাল কমিশনের আধিকারিকরা রাজ্যে আসছে। তাঁদের হাতে তথ্যপ্রমাণ তুলে দেওয়া হবে”।

পাল্টা সমালোচনা চন্দ্রিমা ভট্টাচার্যের

এদিকে যখন বিজেপি বিএলওদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন, তখন অন্যদিকে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পাল্টা দাবি, “বিজেপি কোনও জায়গা থেকেই সমর্থন পাচ্ছে না তাই এইধরনের ভিত্তিহীন অভিযোগ করে যাচ্ছে। বিএলও তো আমরা নিয়োগ করিনি, নির্বাচন কমিশন নিয়োগ করেছে। ফলে তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। আমরা তো এও অভিযোগ পাচ্ছি যে অনেক জায়গায় বিজেপি নেতারা ভয় দেখাচ্ছে”।