বিজেপির নবান্ন অভিযান ঘিরে হেস্টিংস মোড়ে ধুন্ধুমার (Photo: ANI)

কলকাতা, ৮ অক্টোবর: বিজেপির (BJP) নবান্ন চলো অভিযান (Nabanna Chalo) ঘিরে হেস্টিংস মোড়ে (Hastings) ধুন্ধুমার। বিজেপি মিছিল এগোতেই বাধা পুলিশের। জোর করতেই মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস। শুরু হয় ইটবৃষ্টি। হেস্টিংসে কয়েকজন বিজেপি কর্মী আহত হন। হেস্টিংস মোড়ে বসে পড়েন কৈলাস বিজয়বর্গীয়, লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপির নেতানেত্রীরা। অন্যদিকে হাওড়া ময়দানে এক বিজেপি কর্মীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে দাবি পুলিশের।

লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ, বিজেপি নেতা রাকেশ সিংয়ের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। খিদিরপুরে পাথর ছোঁড়া হচ্ছে বিজেপি কর্মীদের ওপর। লকেট বলেন, "পুলিশ আমাদের লোকদের ওপর লাঠিচার্জ করছে ... খিদিরপুরের দিক থেকে পাথর ছোড়া হচ্ছে। পুলিশ কি তা দেখতে পাবে না ?" আরও পড়ুন: Manish Shukla Murder Case: মনীশ শুক্লার খুনে আরও ১ জনকে গ্রেপ্তার করল সিআইডি

বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, "আমরা গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানাচ্ছি, তবে মমতা জি আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভকে হিংসার প্রতিবাদে পরিণত করার চেষ্টা করেছেন। পুলিশ সহ গুন্ডারা আমাদের ওপর পাথর ছুঁড়েছে।"