জুনিয়র ডাক্তারদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কথা মত বিকেল ৪টে আগেই সরানো হল কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে (Vineet Goyal)। রাজ্যের নতুন সিপি হিসাবে নিযুক্ত করা হয়েছে মনোজ কুমার ভর্মাকে (Manoj Kumar Verma)। তবে কেবল কলকাতার নগরপালের পদই নয়, এদিন রাজ্য পুলিশের একাধিক পদের রদবদল করা হয়েছে।
সোমবার আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে দীর্ঘ টানাপড়েনের পর কালীঘাটে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। বৈঠক থেকে বেরিয়ে চিকিৎসকদের প্রতিনিধি দল জানিয়েছিল, তাঁদের পাঁচ দফার দাবি শুনেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী। আশ্বাস দিয়েছেন রদবদলের। আন্দোলনকারীদের চাপে পরে শেষমেশ কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে সরাল রাজ্য সরকার। তাঁকে পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্সের (STF) এডিজি পদে বদলি করা হয়েছে। ওই পদে ছিলেন ত্রিপুরারি অথর্ব। তাঁকে ডিরেক্টরেট অফ ইকোনমিক্স অফেন্সের ডিরেক্টর করা হয়েছে।
এতদিন ডিরেক্টরেট অফ ইকোনমিক্স অফেন্সের ডিরেক্টরের পদে থাকা জ্ঞানবন্ত সিংহকে রাজ্যের নতুন এডিজি আইবি করা হয়েছে। রাজ্যের নতুন এডিজি (আইনশৃঙ্খলা) হচ্ছেন জাভেদ শামিম। তিনি এতদিন পশ্চিমবঙ্গের গোয়েন্দা বিভাগ (আইবি)-এর এডিজি পদে ছিলেন। এডিজি (আইনশৃঙ্খলা) পদে থাকা মনোজ বর্মাকে সোজা কলকাতা পুলিশ কমিশনারের পদে বসানো হয়েছে।
রাজ্য পুলিশের রদবদল...
Manoj Kumar Verma to be the new Kolkata Police Commissioner; Vineet Kumar Goyal transferred and posted as ADG & IGP, STF, West Bengal pic.twitter.com/6meNjBFlHd
— ANI (@ANI) September 17, 2024
এছাড়া অভিষেক গুপ্তকে সরিয়ে ডিসি নর্থ করা হয়েছে দীপক সরকারকে। শিলিগুড়ি থেকে দীপককে আনা হল কলকাতায়। দেবাশিস হালদারকে সরিয়ে স্বাস্থ্য অধিকর্তা করা হয়েছে স্বপন সোরেনকে।