Photo Credits: ANI

বিরোধীদের জোট নিয়ে কংগ্রেস সহ বিরোধী দলকে কটাক্ষ বিজেপি নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh)।  বাংলাতে মমতা বন্দোপাধ্যায়ের একলা চলো নীতির পর অনেকটাই পাল্টে গিয়েছে রাজনৈতিক সমীকরন। সেই প্রসঙ্গেই এবার ইন্ডিয়া জোটকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ।

তিনি জানান,"এখানে কোন জোট নেই । তারা সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে। তৃণমূল নিজেই বলেছে বাংলায় তারা কোন জোট করবে না। এগুলি সবই ভোটারদের মধ্যে গুজব তৈরী করার জন্য। এমনকি সিপিআইএমও বলেছে যে তারা এই জোটের সঙ্গে যুক্ত নয়। শেষবার কংগ্রেস অর্ধেক এবং সিপিএম শেষ হয়ে গিয়েছিল। এবং এই সময় তৃণমূল অর্ধেক হয়ে যাবে এবং  কংগ্রেস পরিপূর্ণরুপে শেষ হয়ে যাবে।"

সম্প্রতি ভারত জোড়ো ন্যায় যাত্রায় (Bharat Joro Nyay Yatra) আমন্ত্রণ না জানানোয় ক্ষুব্ধ হয়েছিলেন মমতা বন্দোপাধ্যায়। জোট নিয়ে তুলেছিলেন প্রশ্ন। তারপর বাংলাতে একাই লড়ার সিদ্ধান্ত জোটের ভবিষ্যতকে আরও অন্ধকারে ঠেলে দিয়েছে।

এছাড়া বিহারে নীতিশ কুমারের এনডিএতে (NDA) যোগ দেওয়ার বিষয়টি বিরোধীদের জোটে ফাটলের সম্ভাবনা আরও বাড়িয়ে দিয়েছে। শেষ পর্যন্ত কি ঐক্যবদ্ধ থাকবে এই জোট? তা সময়ই বলবে।