কলকাতা, ১৬ ডিসেম্বর: এনআরসি-ক্যাব নিয়ে দেশজোড়া (India) বিক্ষোভের মাঝে নয়া নির্দেশ জারি করল রাজ্য সরকার। সোমবার রাজ্য সরকারের তরফে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয় এনপিআর আপাতত স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee) প্রথম থেকেই এনআরসি ও ক্যাবের মতো কেন্দ্রীয় পদক্ষেপের বিরোধিতা করে আসছেন।
এদিন বিকেলের দিকে রাজ্য সরকারের তরফে একটি নির্দেশিকা পাঠানো হয় কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার ও সমস্ত জেলাশাসককে।সেখানে উল্লেখ করা হয়েছে, আপাতত এনপিআর এর প্রস্তুতি বা কাজকর্ম বন্ধ রাখা হচ্ছে। রাজ্য সরকারের অনুমতি ছাড়া এই বিষয়ে কোনও পদক্ষেপ যেন করা না হয়। এর আগে ক্যাব বিরোধী মিছিল থেকে মুখ্যমন্ত্রী বলেন, তাঁর মৃত্যুর পরই বাংলায় নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ প্রণয়ন করতে পারবে বিজেপি। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে মঞ্চে দাঁড়িয়ে এই ভাষাতেই কেন্দ্র সরকারকে (Central Government) হুঁশিয়ারি দিয়ে তাঁর কড়া বার্তা, ‘যতক্ষণ ক্যাব আর এনআরসি প্রত্যাহার না করা হবে আমরা রাস্তায় নেমে আন্দোলন করব। রাস্তাই আমাদের রাস্তা দেখাবে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব। গণতান্ত্রিক আন্দোলন করব। যতদিন আমি বেঁচে আছি, আমরা এনআরসি, ক্যাব জারি করতে দেব না। ওরা আমাদের সরকার ফেলে দিতে পারে, কিন্তু আমরা আত্মসমর্পণ করব না। বাংলায় ওদের এই আইন জারি করতে হলে তা আমার মৃতদেহের উপর দিয়ে করতে হবে।’ আরও পড়ুন: NEFT Transfer Available 24x7 From Today: আজ থেকে ২৪ ঘণ্টাই টাকা পাঠানো যাবে NEFT-এ
এদিন সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি-র বিরোধিতায় (NRC) পথে নেমে রাজ্যবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বার্তা দেন, 'বাংলাকে দখল করার ওদের পরিকল্পনা ভেস্তে দেব। রাষ্ট্রপতির কাছে লক্ষ লক্ষ কোটি কোটি চিঠি দিন। রক্ত দিয়ে চিঠি লিখুন। অধিকার বুঝে নিন তবে শান্তিপূর্ণ ভাবে। দেশ আমাদের সবার। ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে। শান্তিতে মিছিল মিটিং করুন। আইন হাতে তুলে নেবেন না। ওরা আগুন লাগিয়ে উসকে দিতে চাইছে কোনও ফাঁদে পা দেবেন না। গণআন্দোলনে অংশ নিন, নাগরিক অধিকার বুঝে নিন। বাংলায় কালা আইন মানছি না। এনআরসি ক্যাব (CAA) মানছি না।'