কলকাতা, ১৩ অগাস্ট: এবার থেকে রাজ্যের প্রত্যেকটি সিনেমা হল এবং মাল্টিপ্লেক্সে বাংলা ছবি দেখাতে হবে। প্রাইম টাইমের মধ্যে এই বাংলা ছবি দেখাতে হবে বলে জানানো হয়েছে নবান্নের তরফে। অর্থাৎ দুপুর ৩টে থেকে রাত ৯টার মধ্যে যে প্রাইম টাইম চলে, সেখানে একটি করে বাংলা সিনেমা দেখাতেই হবে। অর্থাৎ কলকাতা-সহ রাজ্যের যে সিনেমা হল এবং মাল্টিপ্লেক্সগুলি রয়েছে, সেখানে একটি করে বাংলা সিনেমা ৩৬৫ দিন চালাতেই হবে বলে এবার নবান্নের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে।
বাংলা ছবি চলবে সিনেমা হলগুলিতে বছরের প্রত্যেক দিন। জানানো হল নবান্নের তরফে...
The West Bengal government has ordered all cinema halls and multiplex screens in the state to mandatorily screen at least one Bengali film daily during prime time throughout the year, effective immediately pic.twitter.com/zuvxnUuh1D
— IANS (@ians_india) August 13, 2025
সম্প্রতি বাংলা এবং বাঙালি নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। বাংলাভাষীদের ভিন রাজ্যে হেনস্থার মুখে পড়তে হচ্ছে। বাঙালি শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে বলে একাধিক অভিযোগ উঠে আসতে শুরু করে। বাংলা বললেই বিজেপি শাসিত রাজ্যগুলিতে পরিযায়ী শ্রমিকদের অপমান, অপদস্ত করা হচ্ছে বলে অভিযোগ করা হয়। যা নিয়ে বার বার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। আর এবার বাংলা ছবি চালাতে হবে বলে স্পষ্ট নির্দেশ জারি করা হল নবান্নের তরৎফে।