পুজোর আবহে কলকাতায় এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আগামী বছর রাজ্যে নির্বাচন, আর সেই কথাকেই মাথায় রেখেই পুজো উদ্বোধনের অনুষ্ঠানে এসেও রাজ্যের শাসক দলকে আক্রমণ করতে ছাড়েননি শাহ। বিধানসভা নির্বাচনে বাংলার রাজনৈতিক পালাবদল হওয়া নিয়ে আশা প্রকাশ করেন তিনি। সেই সঙ্গে এই রাজ্যকে সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতিও দেন স্বরাষ্ট্রমন্ত্রী। শাহরে এই আগমন অবশ্য ভালো চোখে দেখছে না তৃণমূল শিবির। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে সমালোচনা করেছেন। এবার মন্তব্য করতে দেখা গেল রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে।
কটাক্ষ ব্রাত্য বসুর
তিনি বলেন, পুজোর আবহে উনি এসেছেন তাতে কারোর কোনও আপত্তি নেই। উনি এসেছেন, পুজো দেখেছেন, এটাও দেখলেন যে উৎসবের সময় শহরের পরিস্থিতি কতটা সুন্দর থাকে। যদিও উনি ২১-এর নির্বাচনের আগে একই প্রার্থনা করেছেন, ২৬-এও করলেন, আশাকরি ৩১-এর নির্বাচনের সময়ও একই প্রার্থনা করবেন। এখানের মানুষ শান্তিতে রয়েছেন। উনি আগামী নির্বাচনে চাইবেন যে বিজেপি ক্ষমতায় আসুক।
পুজো উদ্বোধনে এসেছিলেন অমিক শাহ
প্রসঙ্গত, এদিন মধ্য কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধনে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিজেপি কাউন্সিলর তথা পুজো উদ্যোক্তা সজল ঘোষ। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করে অমিত শাহ সল্টলেকের উদ্দেশ্যে রওনা দেন।