কলকাতা, ৪ সেপ্টেম্বর: বিধানসভায় (West Bengal Assembly) দাঁড়িয়ে বিজেপির (BJP) বিরুদ্ধে তীব্র বিষোদগার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়(West Bengal CM Mamata Banerjee)। বিজেপিকে বাংলা ভাষার উপর 'অত্যাচারকারী' বলে অভিহিত করেন মুখ্যমন্ত্রী। বাংলা ভাষার উপর সন্ত্রাস করার জন্য, অত্যাচার করার জন্য তীব্র ধিক্কার জানাই বলে বিজেপিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী আরও বলেন, এমন একদিন আসবে যেদিন বাংলার মানুষ একটা বিজেপিকেও এখানে দেখতে চাইবে না। বাংলার উপর অত্যাচার করে সবকটা হারবে। বাংলা ভাষার উপর অত্যাচার করে বাংলায় জেতা যায় না বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, এরা বাংলার উপর অত্যাচার করে। বাংলা ভাষার উপর অত্যাচার করে। এরা বাঙালি বিরোধী বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী আরও বলেন, এরা দুর্নীতিবাজ। এরা গদি চোর। এরা ভোট চোর। সবচেয়ে বড় দুর্নীতিবাজ এদের দল বলেও মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি মানুষকে ভাওতা দেওয়ার দল বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। এরা সন্ত্রাস করা দল। এরা অত্যাচারী দল বলেও বিজেপিকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। এমনকী বিজেপি আজ দেশের লজ্জা বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
শুনুন বিজেপির বিরুদ্ধে কীভাবে বিষোদগার করেন মুখ্যমন্ত্রী...
“@BJP4India is a party of vote-chors, corrupt to the core, persecutors of Bengalis, and masters of deception. BJP is a national disgrace, and I condemn them in the strongest terms.”
– Smt. @MamataOfficial pic.twitter.com/hKVQp7kgax
— All India Trinamool Congress (@AITCofficial) September 4, 2025
বিজেপিকে বাংলা বিরোধী বলেও তোপ দাগেন মুখ্যমন্ত্রী...
“I condemn @BJP4India for their persecution of Bengalis. A time will soon come when not a single BJP MLA will remain in Bengal. The people themselves will ensure it. BJP will face inevitable defeat, for no party that wages linguistic terror against Bengalis can ever win Bengal.”… pic.twitter.com/oVYZIT0WPJ
— All India Trinamool Congress (@AITCofficial) September 4, 2025
প্রসঙ্গত বিধানসভার অধিবেশনে আজ চূড়ান্ত হই হট্টগোল শুরু হলে, সেখান থেকে সাসপেন্ড করা হয় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে। এরপর মার্শাল ডেকে তাঁকে বের করে দেওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন।
বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ অসুস্থ হয়ে পড়লে, তাঁকে খুব সাবধানে বিধানসভার বাইরে নিয়ে যান বিরোধী দলেনতা শুভেন্দু অধিকারী। এরপর অ্যাম্বুলেন্সে করে শঙ্কর ঘোষকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে খবর।