কলকাতা, ২৭ মে: করোনা এবং আম্ফান নিয়ে বিপর্যস্ত বাংলা। আম্ফানের তাণ্ডবে বাংলা লণ্ডভণ্ড। আম্ফানের প্রায় সাতদিন কেটে গেছে। বিপর্যস্ত বাংলা নিয়ে আজ সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। বৈঠকে তিনি করোনা ও আম্ফান বিপর্যয় মোকাবিলা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। তিনি বলেন, আম্ফানের ফলে সুন্দরবন, নামখানায় বাঁধের অবস্থা খুব খারাপ। গ্রামে এখনও বিদ্যুৎবিচ্ছিন্ন। জল না সরলে কোনও কাজ করা যাচ্ছে না। রাজ্যের ৬০% মানুষ ঘূর্ণিঝড়ের জন্য ক্ষতিগ্রস্ত। রাজ্যে ৯০ শতাংশ জায়গায় বিদ্যুৎ ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন।সিইএসসির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। করোনা মোকবিলায় জেলায় জেলায় টাস্ক ফোর্স গঠনের কথা জানান। সেখানে থাকবেন রাজ্যের বিডিও, আইসি ও বিধায়করা থাকবেন বলে জানান।
কেন্দ্রের ওপর ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেছেন, এই মুহূর্তে রাজনীতি করার সময় নয়। আম্ফানে বিধ্বস্ত বাংলা, কেন্দ্র রাজ্যের সঙ্গে কোনও আলোচনাতেই যায়নি। এর মধ্যে এতগুলি শ্রমিক ট্রেন ঢুকে পরিস্থিতি সামলানো মুশকিল হয়ে যাচ্ছে। রাজ্যে ইতিমধ্যে ৫ লাখ মানুষ এসেছে। মুম্বই থেকে ৩৬ টি ট্রেন একসঙ্গে ছাড়ায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। আজ রাজ্যে ১১ টি ট্রেন আসছে, আগামীকাল আসবে ১৭ টি ট্রেন। তাঁর দাবি, মুম্বই থেকে সরিয়ে বাংলায় করোনা বাড়ানোর চেষ্টা করছে কেন্দ্র। এত লোককে কীকরে পরীক্ষা করা হবে তা নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী। করোনা বিধ্বস্ত পাঁচ রাজ্য থেকে আসা সকলকে ইনস্টিটিউশন কোয়ারেন্টিন করা হবে বলে জানান। আরও পড়ুন, হড়পা বানে বিপর্যস্ত অসম, ক্ষতিগ্রস্ত ২ লক্ষ মানুষ
এইমুহূর্তে সুন্দরবন ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু জমি। সেখানে কীভাবে, কী উপায়ে চাষ করলে সুরাহা হতে পারে তা নিয়ে আলোচনা করেন। ঝড়ে ১০ লক্ষ বাড়ি ক্ষতিগ্রস্ত, তাদের ২০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানান। এই জন্যও তৈরি হবে টাস্কফোর্স। সুন্দরবনে টিউবওয়েল তৈরির জন্য ১০০ কোটি টাকা দেওয়া হবে।৮৬ জন মারা গেছেন গেছেন, আজ দমকলের একজন কর্মী মারা গেছেন, তাঁকে নিয়ে ৮৭ জন। তাঁর পরিবারকে ১০ লক্ষ টাকা ও পরিবারে চাকরির ব্যবস্থা ঘোষণা করেন। সুন্দরবনে বিস্তীর্ণ এলাকায় রাস্তা, ব্রিজ, কালভার্ট, জেটি, মাছের ভেরিছাড়াও বহু বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। প্রায় ৯ লক্ষ পশু-পাখি ঝরে মৃত, সেগুলি দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। সুন্দরবন খাতে যে অর্থ এইমুহূর্তে সংরক্ষিত তা কাজে লাগাতে বলেছেন। ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত স্কুল বলেও জানান। আজ সন্ধের মধ্যে সিইএসসির ৩২.৭ লক্ষ বিদ্যুৎ সংযোগ হবে বলে জানান।