BSF Seized Drugs (Photo Credit: X@BSF_SOUTHBENGAL)

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে প্রচুর গাঁজা উদ্ধার করলো পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সকালে তল্লাশি অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা-সহ চারজনকে গ্রেফতার করেছে ভাঙড়ের পোলেরহাট থানার পুলিশ। বুধবার সকালে সূত্র মারফত খবর পেয়ে ভাঙড়ের হাতিশালায় তল্লাশি অভিযান চালায় পুলিশ। তখনই শিয়ালদহ থেকে আসা একটি হলুদ ট্যাক্সিতে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

গাঁজা-সহ মোট চারজনকে গ্রেফতার করেছে পোলারহাট থানার পুলিশ। যাঁদের বাড়ি কোচবিহার জেলায় বলে খবর। ধৃতদের কাছ থেকে গাঁজা-সহ চারটি মোবাইলও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতরা এই গাজা নিয়ে কোথায় যাচ্ছিল? শুধু কি ৪০ কেজি গাঁজা নাকি এর পিছনেও আছে অন্য কোনও বড় মাদকচক্রের হাত রয়েছে তার তদন্ত করছে পুলিশ।

&nbsp

;অন্যদিকে দক্ষিণবঙ্গ সীমান্তের সজাগ বাহিনী (BSF)  পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তে একাধিক চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে । অভিযানে ৫৯৭ বোতল ফেনসিডিল, ১৭ কেজি গাঁজা জব্দ করেছে এবং চোরাকারবারীদের কবল থেকে একটি গরু উদ্ধার করেছে।