Kali Puja 2025: বছরের পর বছর ধরে মায়ের অলৌকিক শক্তি যেন বিদ্যমান। তাইতো শান্তিপুরের (Shantipur) মানুষ যেন কালী পুজোর আগে থেকেই বামা কালীর (Bama Kali) সাধানা শুরু করেন। মা কীভাবে যে বাংলার এই শহরকে রক্ষা করছেন, তা সেখানকার বাসিন্দাদের মুখে মুখে প্রচারিত।
কালী পুজোর (Kali Puja 2025) আগে থেকে শুরু করে, বিসর্জনের মুহূর্ত পর্যন্ত, বামা মায়ের পায়ে লুটিয়ে পড়েন তাঁর ভক্তরা। মায়ের আরাধনা যেমন করেন তাঁর ভক্তরা, তেমনি তিনি যখন নিরঞ্জনের পথে চলেন, সেই সময় সই-এর (আর এক কালী মন্দির) মন্দিরের সামনে তিনি নেচে ওঠেন ভক্তদের কাধে চেপে। সইয়ের মন্দিরের সামনে গিয়ে বামা কালী যেভাবে নাচেন ভক্তদের কাধে চড়ে, সেই দৃশ্য গোটা দেশ চাক্ষুষ করে। এমনকী গোটা পৃথিবীর মানুষ বামা কালীর সেই নাচ দেখে শিহরিত।
সম্প্রতি এক পডকাস্টে হাজির হন শান্তিপুরের বামা কালী পুজোর উদ্যোক্তারা। সেখানেই তাঁরা জানান, বামা কালীকে যখন নাচানো হয়, সেই সময় তিনি যেন শোলার মত হালকা হয়ে যান। তাঁর ভার যেন ভক্তদের গায়ে স্পর্শ করে না। বামা কালীর কাঠামো তুলে তাই ভক্তরা অনায়াসে স্বতঃস্ফূর্ত নাচ করেন। বামা মায়ের সেই নাচের ভিডিয়ো কালী পুজোর পরদিন প্রকাশ্যে আসতেই, তা দেখে ভক্তদের চোখে যেমন জল চলে আসে। তেমনি বহু মানুষ উদ্বেল হয়ে ওঠেন।
দেখুন বামা কালীর নাচের সেই অলৌকিক দৃশ্য...
শান্তিপুরের বামা কালীর এই নাচ যেমন সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়ে যায়, তেমনি মায়ের টানে পুজোর দিনে তাঁর ভক্তরা দূর দূরান্ত থেকে ছুটে যেতে শুরু করেন।