দিওয়ালির আগে রাতের অন্ধকারেই আলো জ্বালালেন জুনিয়র চিকিৎসকেরা। মশাল নিয়ে মহানগরে নামলেন প্রতিবাদীরা। আরজি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) জুনিয়র চিকিৎসক ধর্ষণ ও খুনের  ঘটনার প্রতিবাদ ও পরিবারের ন্যায়বিচারের দাবি জানিয়ে এদিন সিজিও কমপ্লেক্স অভিযান চালায় তাঁরা। এই মিছিলে যোগ দেন সাধারণ মানুষরাও। প্রতিবাদ মিছিল আটকাতে সিবিআই দফতরের সামনে মোতায়েন ছিলেন নিরাপত্তা বাহিনী। ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় গোটা এলাকা। নিরাপত্তার দায়িত্বে ছিল পুলিশও। তবে এদিনের মিছেল শান্তিপূর্ণভাবেই সবকিছু হয়। ব্যারিকেড পেরিয়ে যাওয়ার চেষ্টা করেননি প্রতিবাদীরা।

প্রসঙ্গত, পুজোর আবহেই তিলোত্তমা খুনের ঘটনায় অনশন আন্দোলনে বসেন জুনিয়র চিকিৎসকেরা। ধর্মতলা চত্বরে চলে এই বিক্ষোভ সমাবেশ। এই অনশনে যুক্ত হন একাধিক জুনিয়র চিকিৎসকেরা। বাধ্য হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো মেটার পর চিকিৎসক অনিকেত মাহাতো, কিঞ্জল নন্দাদের সঙ্গে বৈঠকে বসেন। তারপরেই ওঠে অনশন আন্দোলন।