৯ অগাস্ট দেহ উদ্ধার হলেও ঘটনাটি ঘটেছিল গতবছর ৮ অগাস্টের রাতে। আরজি কর হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ (RG Kar Rape Case) করে খুনের ঘটনার একবছর পার। এখনও এই ঘটনায় মূল অভিযুক্তরা অধরা, এমনটাই দাবি নির্যাতিতার পরিবার, জুনিয়র চিকিৎসকদের। যদিও এই ঘটনায় এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করা হয়েছিল। পরবর্তীকালে তাঁর বিরুদ্ধে সাজা ঘোষণা করে আদালত। এদিকে এই ঘটনার প্রতিবাদে চলতি বছরের ৮ অগাস্ট ফের রাস্তায় নামলেন প্রতিবাদীরা। এখনও উঠছে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান।
জুনিয়র চিকিৎসকদের মিছিল
শুক্রবার সন্ধ্যে থেকেই শহরের বিভিন্ন জায়গায় প্রতিবাদ শুরু হয়েছে। এদিন সন্ধ্যা ৬টা নাগাদ কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করে বাম ছাত্র সংগঠন। এসএফআই ও ডিওয়াইএফআইয়ের কর্মী সমর্থকরা এই মিছিলে যোগ দেয়। এরপর রাত ৯টা নাগাদ কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত মশাল মিছিল করেন জুনিয়র ডক্টরস ফ্রন্টের চিকিৎসকরা। সেখানে যোগ দেন অসংখ্য সাধারণ মানুষ।
দেখুন ভিডিয়ো
#WATCH | Kolkata: West Bengal Junior Doctors' Front take out a protest rally demanding justice for the victim doctor.
A trainee post-graduate doctor was raped and murdered in R.G. Kar Medical College and Hospital in Kolkata where she was on her night duty on August 9 last year. pic.twitter.com/teuHoxa8Ei
— ANI (@ANI) August 8, 2025
নবান্ন অভিযান
যদিও জুনিয়র চিকিৎসকরা আগেই জানিয়ে দিয়েছিলেন তাঁরা আগামীকালের নবান্ন অভিযানে যোগ দিতে পারবেন না। শনিবারের মিছিলে নির্যাতিতার বাবা-মা থাকবেন। আর এই মিছিলে তাঁদের সঙ্গে থাকার কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। অন্যদিকে, শনিবার চিকিৎসকদের একটি সংগঠনের কালীঘাট পর্যন্ত মিছিল করার কথা। যদিও এই দুটি মিছিল নিয়েই কড়া নির্দেশিকা দিয়েছে রাজ্যের পুলিশ প্রশাসন।