বাংলা পেতে চলেছে আরও দুটি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat । এবার বন্দে ভারত মেট্রো মুর্শিদাবাদে। হাওড়া থেকে বন্দে ভারত মেট্রো চলবে মুর্শিদাবাদের আজিমগঞ্জে। পাশাপাশি হাওড়া থেকে বিহারের ভাগলপুর রুটেও চলবে বন্দে ভারত। আজিমগঞ্জ-হাওড়া বন্দে ভারত মেট্রো ৮ কোচ বিশিষ্ট। এই ট্রেন রবিবার বাদে সপ্তাহে ৬ দিন চলাচল করবে।
সূত্রের খবর, মুর্শিদাবাদের আজিমগঞ্জ থেকে সকাল ৭:১৫ মিনিটে ছেড়ে বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া স্টেশনে পৌঁছবে সকাল ১১:২০ মিনিটে। হাওড়া থেকে আজিমগঞ্জ বন্দে ভারত এক্সপ্রেস শনিবার বাদে ৬ দিন যাতায়াত করবে। অন্যদিকে, বন্দে ভারত এক্সপ্রেস ভাগলপুর থেকে ছাড়বে সকাল ৬:১৫ মিনিটে. আর সেই ট্রেন হাওড়ায় এসে পৌঁছবে দুপুর ১:৪৫ মিনিটে।
দেখুন প্রস্তাবিত টাইম টেবিল
Timetable of the proposed routes. pic.twitter.com/Lb6RZhQFar
— নক্ষত্র | Nakshatra ❁ (@BombagorerRaja) June 13, 2023
হাওড়া-ভাগলপুর বন্দে ভারত ট্রেনটি মঙ্গলবার বাদে সপ্তাহে ৬ দিন যাতায়াত করবে। হাওড়া থেকে ছাড়বে দুপুর ২:২৫ মিনিটে এবং ভাগলপুর পৌঁছবে রাত ৯:৫৫ মিনিটে।