HS Exam Result 2025: মাধ্যমিকের পর এবার পালা উচ্চমাধ্যমিকের ফলাফলের। অপেক্ষায় প্রহর গুনছেন পরীক্ষার্থীরা। সময় যত এগিয়ে আসছে বাড়ছে ধুকপুকুনি। আগামীকাল বুধবার, ৭ মে প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট ২০২৫ (West Bengal HS Result 2025)। বেলা ১২টায় সাংবাদিক সম্মেলন করে উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষণা করবে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা পরিষদ। এরপর বেলা সাড়ে ১২টায় WBCHSE-এর অফিসিয়াল ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হবে। বাড়িতে বসে কীভাবে পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল দেখবেন অনলাইনে? জানুন বিস্তারিত...
৭ মে, বুধবার প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট ২০২৫। বেলা সাড়ে ১২টায় West Bengal Council of Higher Secondary Education-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রত্যেক পড়ুয়া তাঁদের পরীক্ষার ফল দেখতে পারবেন। অনলাইনের পাশাপাশি SMS-এর মাধ্যমেও ফলাফল জানতে পারবেন প্রার্থীরা।
অনলাইনে কীভাবে দেখা যাবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট ২০২৫?
অনলাইনে উচ্চমাধ্যমিকের রেজাল্ট পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা পরিষদের দুটি ওয়েবসাইটে দেখা যাবে।
- উপরে দেওয়া সাইটের যে কোন একটি খুলুন।
- এরপর 'Higher Secondary Results 2025'-এ ক্লিক করুন।
- নিজের রোল নম্বর ও জন্ম তারিখ দিয়ে সাবমিট করুন।
- আর তার পরেই স্ক্রিনে চলে আসবে আপনার ফলাফল।
SMS-এর মাধ্যমে কীভাবে উচ্চমাধ্যমিকের ফলাফল দেখবেন?
ইন্টারনেট পরিষেবার সমস্যা থাকলে এসএমএস-এর মাধ্যমেও পরীক্ষার্থীরা তাঁদের ফলাফল দেখতে পারবেন। মোবাইলে Write Message অপশনে গিয়ে লিখুন 'WB12 <নিজের রোল নম্বর> । আর পাঠিয়ে দিন 5676750 অথবা 58888 এই নম্বরে।