ছবি এএনআই

কলকাতা, ১২ অগাস্ট: পশ্চিমবঙ্গে ফের বাড়ল বিধি নিষেধের মেয়াদ। আগামী ৩০ অগাস্ট পর্যন্ত রাজ্যে কোভিড সংক্রান্ত বিধি নিষেধ জারি থাকবে বলে জানানো হয়েছে। অর্থাৎ আগামী ৩০ অগাস্ট পর্যন্ত রাজ্যে লোকাল ট্রেনও চালানো হবে না বলে স্পষ্ট জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মুখ্যমন্ত্রী আরও জানান, ৩০ অগাস্ট পর্যন্ত রাত ১১ টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে বিধি নিষেধ। সাধারণ মানুষের কথা ভেবেই ওই সময় নির্ধারণ করা হয়েছে। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত বিধি নিষেধ জারি থাকলে মানুষের কোনও অসুবিধা হবে না বলে জানান মুখ্যমন্ত্রী (West Bengal CM)।

আরও পড়ুন: Rahul Gandhi: 'কথা বলতে দেওয়া হচ্ছে না বিরোধীদের, গণতন্ত্রের হত্যা', কেন্দ্রের বিরুদ্ধে তোপ রাহুলের

পাশপাশি করোনার (Corona) দ্বিতীয় ঢেউ স্তীমিত হলেও, তৃতীয় ঢেয়ের আশঙ্কা রয়েছে। তাই এই মুহূর্তে বিধি নিষেধ তুলে নেওয়া হচ্ছে না। আরও কিছুদিন এই বিধি নিষেধের মেয়াদ বজায় থাকবে বলেও জানান মুখ্যমন্ত্রী। তবে তৃতীয় ঢেউয়ের (Corona Third Wave) আশঙ্কা থাকলেও, পশ্চিমবঙ্গে সংক্রমণের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।