College Admission: কলেজে ভর্তির আবেদনের সময়সীমা ৭ দিন বাড়াল রাজ্য সরকার
Image used for representational purpose | (Photo Credits: PTI)

কলকাতা, ২০ অগাস্ট: কলেজে ভর্তির (College Admission) আবেদনের সময়সীমা ৭ দিন বাড়াল রাজ্য সরকার (West Bengal Govt)। ৩১ অগাস্টের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে হবে বলে কলেজগুলিকে জানাল উচ্চশিক্ষা দফতর। ১ অক্টোবর শুরু হবে ক্লাস। আজই ছিল কলেজে ভর্তির আবেদনের শেষ দিন। ছাত্রছাত্রীদের সুবিধার্থে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে অনেকেই এখনও সংশোধিত মার্কশিট হাতে পাননি। তাই তাঁদের জন্য বাড়তি সময় চেয়ে শিক্ষা সচিবের কাছে আবেদন জানিয়েছিলেন নতুন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। শিক্ষাসচিব সেই আবেদন মেনে ৭ দিন সময়সীমা বাড়িয়েছেন। আরও পড়ুন: Afghanistan Crisis: তালিবানের শীর্ষনেতা শের মহম্মদ আব্বাস স্তানিকজাই ইন্ডিয়ান সেনা অ্যাকাডেমির প্রাক্তনী, ‘শেরু’!

উচ্চশিক্ষা দফতর সূত্রে খবর, ৩১ অগাস্টের মধ্যে মেধাতালিকা প্রকাশ করতে হবে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করে ১ অক্টোবর থেকে ক্লাস শুরুর নির্দেশ দেওয়া হয়েছে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে। কোভিড পরিস্থিতির জন্য কলেজে ভর্তির গোটা প্রক্রিয়া অনলাইনেই হচ্ছে।