West Bengal Budget ২০২০: বাংলায় দরিদ্রদের ৭৫ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেবে রাজ্য, বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর
অমিত মিত্র (Photo Credit: Twitter)

কলকাতা, ১০ ফেব্রুয়ারি: ২১-র ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অমিত মিত্র। পুরসভা ভোট এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচন (2021 West Bengal Assembly Election) এবং দেশের আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যের কৃষি, শিল্প এবং কর্মসংস্থান প্রসঙ্গে একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী অমিত মিত্র (Finance Minister Amit Mitra)।

বাজেটে বাংলার গরিব মানুষদের জন্য একেবারে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী। বিপিএল তালিকাভুক্ত যাঁদের তিনমাসে বিদ্যুতের খরচ ৭৫ ইউনিটের কম, তাঁদের বিদ্যুত্‍‌ চার্জ সম্পূর্ণ মকুব। ১৩ লক্ষ মানুষ এর উপকার পাবেন। এর নাম 'হাসির আলো' প্রকল্প। ১৩ লক্ষ মানুষকে বিনা শুল্কে বিদ্যুৎ পরিষেবা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

পাশাপাশি ক্ষুদ্রশিল্পে উৎসাহ দিতে আগামী ৩ বছরে রাজ্যে আরও ১০০টি নতুন এমএসএমই পার্ক তৈরির ঘোষণা করেছেন অমিত মিত্র। গণতন্ত্রের মাপকাঠিতে যেখানে বিশ্বের নিরিখে ভারত ক্রমশ পিছিয়ে পড়ছে। গত আট বছরে দেশের জিডিপি বৃদ্ধির হার সর্বনিম্ন। সেখানে বাংলায় জিডিপি বৃদ্ধির হার হয়েছে ১০.৪ শতাংশ। কৃষকদের আয় বেড়েছে তিনগুণ। বাংলায় শিল্পের বৃদ্ধির হার হয়েছে ৩.১ শতাংশ।