শীতলকুচি, ১৩ মে: কোচবিহারের শীতলকুচিতে (Sitalkuchi) গিয়ে 'গো ব্যাক' স্লোগান শুনতে হল রাজ্যপাল জগদীপ ধনখড়কে। এমনকী, কালো পতাকাও দেখতে হয় রাজ্যপালকে।
নির্বাচনের ফল বেরনোর পর থেকে গোটা রাজ্যের বেশ কিছু জায়গায় ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটছে বলে বিরোধীদের তরফ থেকে বার বার অভিযোগ করা হচ্ছে। ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতেই বৃহস্পতিবার শীতলকুচিতে হাজির হন ধনখড় (Jagdeep Dhankhar)। এমনকী, সেখানে যাওয়ার পথেই কালো পতাকা দেখার পাশাপাশি 'গো ব্যাক' স্লোগান শোনেন রাজ্যপাল। তৃণমূল কংগ্রেস কর্মীরাই (TMC) ধনখড়কে দেখে ওই 'গো ব্যাক' স্লোগান দিতে শুরু করেন বলে অভিযোগ করা হয়।
আরও পড়ুন: Sputnik vaccine: ভারতে স্পুটনিক, আগামী সপ্তাহ থেকে বাজারে মিলবে রাশিয়ান ভ্যাকসিন
#WATCH | West Bengal Governor Jagdeep Dhankhar was shown black flags by a group of people who also raised slogans during his visit to Sitalkuchi, Cooch Behar. pic.twitter.com/TA6StfDgk0
— ANI (@ANI) May 13, 2021
দিনহাটায় যাওয়ার পথে 'গো ব্যাক' স্লোগান শুনে কার্যত মেজাজ হারান জগদীপ ধনখড়। প্রসঙ্গতি বিজেপি (BJP) সাংসদ নিশীথ প্রামাণিকের সঙ্গেই বিভিন্ন জায়গা ঘুরে দেখেন রাজ্যপাল।