Kolkata: রাজ্য বিধানসভার অধিবেশন স্থগিত করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়, আদালতে যেতে পারে নবান্ন
Jagdeep Dhankhar. (Photo Credits: Twitter)

কলকাতা, ১২ ফেব্রুয়ারি: রাজ্য বিধানসভার অধিবেশন (West Bengal Legislative Assembly) স্থগিত করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (West Bengal Governor Jagdeep Dhankhar)। আজ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর। টুইট করে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন তিনি। জগদীপ ধনকড় লেখেন, সংবিধানের ১৭৪ নম্বর ধারা অনুযায়ী দেওয়া ক্ষমতা বলে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

রাজ্যপালের এই সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত বলে জানিয়েছে শাসক দল তৃণমূল। দলের সাংসদ সৌগত রায় জানিয়েছেন, রাজ্য সরকার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যেতে পারে। রাজ্যপাল একটা অচলবস্থা তৈরির চেষ্টা চালাচ্ছেন। তিনি ক্ষমতার অপব্যবহার করছেন। সাংবিধানিক সংকট  তৈরি করছেন।

রাজ্যপালের টুইট: 

রাজ্যপালের এই সিদ্ধান্তে রাজ্য সরকার ও রাজ্যপালের সংঘাত আরও বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়ে আসার পর থেকেই জগদীপ ধনখড়ের সঙ্গে বিভিন্ন ইস্যুতে সংঘাত শুরু হয় রাজ্য সরকারর। সেই সংঘাত এখনও জারি রয়েছে।