কলকাতা, ১৭ জুলাই: আচমকাই দিল্লিতে গেলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। শনিবার হঠাৎই দিল্লিতে পৌঁছে যান পশ্চিমবঙ্গের রাজ্যপাল। কী কারণে জগদীপ ধনখড় দিল্লিতে (Delhi) গেলেন আচমকা, সে বিষয়ে কিছু জানা যায়নি।
রাজ্যপাল (Governor) যখন দিল্লিতে যান, সেই সময় গীতার বাণী ট্যুইট করেন। কী কারণে তিনি ওইভাবে গীতার বাণী ট্যুইট করলেন, তা নিয়েও জোর আলোচনা শুরু হয়েছে।
Bhagvad Gita, a Timeless Guide for Our Time, transcends beyond any religion, race or time frame.
This thought process will generate much needed peace and harmony.
Inaction in challenging times is inexcusable stance that eats into humanity and civility.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) July 17, 2021
একুশের বিধানসভা নির্বাচনের ফল বেরনোর পর থেকেই রাজ্য়, রাজ্যপাল সংঘাত অব্যাহত। এমনকী, রাজ্যপালকে অপসারণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক সাংবাদিক সম্মেলনে প্রকাশ্যে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে প্রধানমন্ত্রীকে জানালেও রাজ্যপালকে অপসারণের বিষয়ে কেন কেন্দ্রের তরফে কোনও ব্যবস্থা করা হয়নি, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।
আরও পড়ুন: COVID 19: কোভিডে লাগাম পরাতে কানওয়ার থেকে ইদ, ধর্মীয় জমায়েত বন্ধ এই রাজ্যে
এসবের মধ্যে সম্প্রতি নব গঠিত বিধান পরিষদ নিয়ে আলোচনার জন্য রাজভবনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের সঙ্গে বেশ কিছু বিষয়ে আলোচনা করেন তিনি। মুখ্যমন্ত্রীর রাজভবন সফরের পর রাজ্যপালের দিল্লি যাত্রা কোনও ইঙ্গিত বহন করছে কি না, সে বিষয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।