West Bengal Governor Jagdeep Dhankhar (Photo: Twitter)

নতুন দিল্লি, ২৮ অক্টোবর: এইমস থেকে ছাড়া পেলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় (Governor Jagdeep Dhankhar )। ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে তিনি দিল্লির এইমসে ভর্তি হয়েছিলন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার খবর নিজেই টুইট করে জানিয়েছেন রাজ্যপাল। তিনি লেখেন, "ফিট অবস্থায় এইমস ছেড়ে যাচ্ছি। চিকিৎসক ও নার্সিং স্টাফদের পেশাদারিত্বের প্রশংসা করছি। খুবই প্রশংসনীয়।"

পুজোর সময় উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন রাজ্যপাল। সেখান থেকেই বাগডোগরা বিমানবন্দর হয়ে সরাসরি দিল্লি যান তিনি। তখনও পর্যন্ত সুস্থই ছিলেন। শুক্রবারই হঠাত্‍ করে জ্বরে আসে তাঁর। পরীক্ষার পর রক্তে ম্যালেরিয়ার জীবাণু মেলে। তারপর থেকে বঙ্গভবনেই চিকিৎসা চলছিল তাঁর।

রাজ্যপালের টুইট: 

এরপর গত সোমবার দুপুর ৩টে নাগাদ রাজ্যপালকে এইমসে ভর্তি করা হয়। তাঁকে মেডিসিন বিভাগের অতিরিক্ত অধ্যাপক নীরজ নিসচালের তত্ত্বাবধানে ভর্তি করা হয়।