কলকাতা: হাওড়ায় গণ্ডগোলের (Howrah Clash) ঘটনায় জড়িতদের কড়া শাস্তি দেওয়া হবে বলে শুক্রবার সন্ধ্যায় জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস (West Bengal Governor CV Ananda Bose)। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) তাঁকে আশ্বস্ত করেছেন বলেও জানালেন তিনি।
এপ্রসঙ্গে তিনি বলেন, "মুখ্যমন্ত্রীর সঙ্গে পরিস্থিতি (situation) নিয়ে বিস্তারিত কথাবার্তা হয়েছে। রাজ্য সরকারকে আইন-শৃঙ্খলা ( law and order) পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সমস্ত রকমের পদক্ষেপ নিতে নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি বলা হয়েছে দুষ্কৃতীদের বিরুদ্ধে যেন কড়া ব্যবস্থা নেওয়া হয়। আমাকে মুখ্যমন্ত্রী উপযুক্ত ব্যবস্থা (strict and decisive action) নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন। বলেছেন যে এই ধরনের অপরাধমূলক কাজকর্ম (criminal intimidation) আটকানোর জন্য তিনি সবরকম পদক্ষেপ নেবেন।" আরও পড়ুন: Bestiality Horror in West Bengal: দুবছর ধরে পোষ্যকে লাগাতার ধর্ষণ, গ্রেফতার সোনারপুরের বৃদ্ধ
The Governor and the CM had a confidential discussion to review the situation. The State Government was directed to ensure that fool-proof arrangements are made to maintain law and order effectively and action taken against miscreants firmly. The CM assured that strict and… pic.twitter.com/twVoBe5zrv
— ANI (@ANI) March 31, 2023
হাওড়ার ঘটনায় জড়িতদের হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, "যারা কোনও প্রলোভনে প্রভাবিত হয়ে এই ঘটনা ঘটিয়ে ভাবছে কেউ তাদের কিছু করতে পারবে না। তারা মূর্খের স্বর্গে (fool's paradise) বাস করছে। এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আইন মোতাবেক কড়া শাস্তি পাবে তারা।"
Those who resort to violence under the illusion that they can hoodwink people will soon realise they are in a fool's paradise. There will be effective and concerted action to book the culprits and bring them before the law: West Bengal Governor CV Ananda Bose pic.twitter.com/hkqGPA0m8G
— ANI (@ANI) March 31, 2023