কলকাতা, ১৮ জানুয়ারি: কোভিড পরিস্থিতি সিদ্ধহস্তে মোকাবিলা এবং দুর্দান্ত কাজের কারণে ফের একবার ‘স্কচ গোল্ডেন’ অ্যাওয়ার্ড (Skoch Award) পেল পশ্চিমবঙ্গ। করোনা পরিস্থিতিতে মোকাবিলা এবং জনপরিষেবা এই দুই বিভাগে সোমবারই পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সংবাদ প্রতিদিনের খবর অনুযায়ী, এই সময়ে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (SBSTC) খুব ভাল কাজ করার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার জিতে নিয়েছে। এছাড়া, যানজট নিয়ন্ত্রণেও প্রশংসনীয় কাজ করেছে রাজ্য সরকারের পরিবহণ সংস্থা।
২০২০ সালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ‘স্কচ অ্যাওয়ার্ড’এর মনোনয়নের জন্য পাঠানো হয়। তাদের সবকটির মধ্যে বাংলার দুই পরিষেবাকেই সেরা হিসেবে বেছে নেওয়া হয়েছে। জনপরিষেবায় বাংলার সরকার ‘স্কচ অর্ডার অফ দ্য মেরিট’ পুরস্কার লাভ করেছে এবং SBSTC পরিষেবা পেয়েছে ‘স্কচ গোল্ডেন অ্যাওয়ার্ড’। আরও পড়ুন, দলে থেকেও ব্রাত্য! টুইটে জল্পনা উসকে দিলেন জিতেন্দ্র তিওয়ারি
এর আগে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর ‘স্কচ অ্যাওয়ার্ড গোল্ডেন’ পেয়েছে বাংলার মমতা ব্যানার্জির সরকার (CM Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিয়ন্ত্রণাধীন এই দপ্তরের গ্রিভান্স রিড্রেসল সেলের প্রচেষ্টার ফলেই মিলেছিল এই স্বীকৃতি। এবার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থাও একইভাবে পুরস্কৃত হল।