প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়( File Photo)

কলকাতা, ৩ জুলাই, ২০১৯: লোকসভা ভোটের ঠিক আগেই উচ্চবর্ণের ( Upper Class)আর্থিকভাবে পিছিয়ে পড়েদের জন্য সংরক্ষণ চালু করেছিলেন নরেন্দ্র মোদি সরকার(Narendra Modi)। তাই নিয়ে দেশ জুড়ে সমালোচনা শুরু হয়েছিল। তাতে সুর মিলিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিও। ভোট টানতেই মোদি এই সংরক্ষণের কথা ঘোষণা করেছিলেন বলে অভিযোগ করেছিলেন তিনি। লোকসভা ভোটের পর সেই পথেই হাঁটলেন মমতা।

রাজ্যেও আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির জন্য ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্তে সিলমোহর দিল মমতার মন্ত্রিসভা(Cabinet) । মঙ্গলবার একথা জানিয়েছেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।  তবে কয়েকটি শর্ত পূরণ করলে তবে মিলবে এই সংরক্ষণ।  এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে জানিয়েছেন তিনি। আরও পড়ুন, অসাংবিধানিক কাজ করেছেন, রাজ্যসভায় যোগী আদিত্যনাথকে তিরস্কার কেন্দ্রীয় মন্ত্রীর

লোকসভা ভোটের মুখে গত জানুয়ারিতে আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির জন্য ১০ শতাংশ সংরক্ষণ চালু করে মোদী সরকার। সেই প্রথম জাতির পরিবর্তে আর্থিক অবস্থার নিরিখে চালু হয় সংরক্ষণ। ফলে সংরক্ষণের আওতায় আসে উচ্চবর্ণের দরিদ্র পরিবারগুলিও। লোকসভা ভোটে বিজেপির অভূতপূর্ব সাফল্যের পর সেই পথে হাঁটল রাজ্যের তৃণমূল সরকারও। তবে কেন্দ্রের প্রকল্প থেকে অনুপ্রেরণা নেওয়ার কথা মানতে নারাজ রাজ্য।