রামপুরহাট, ২৪ মার্চ: বগটুইকাণ্ডে (Bagtui)  সাসপেন্ড হলেন রামপুরহাটের (SDPO Rampurhat) এসডিপিও সায়ন আহমেদ (Sayan Ahmad)। তাঁকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছে। সূত্রের খবর, প্রাথমিক তদন্তে তাঁর বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ প্রমাণিত হওয়ায় এই পদক্ষেপ করা হয়েছে। ঝাড়গ্রামের ডিএসপি ধীমান মিত্রকে রামপুরহাটের এসডিপিও-র দায়িত্ব দেওয়া হয়েছে ৷ এর আগে রামপুরহাট থানার আইসি ত্রিদীপ প্রামাণিককে (Tridip Pramanik) সাসপেন্ড করা হয়। যদিও ঘটনার পর থেকেই তাঁকে বসিয়ে দেওয়া হয়েছিল। তদন্ত শুরু হয় তাঁর বিরুদ্ধে।

বৃহস্পতিবার রামপুরহাটের বগটুই গ্রামে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে এসডিপিও-সহ পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন তিনি। মমতা বললেন, ‘‘ঘটনার পিছনে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশ গেলে এই ঘটনা এড়ানো যেত। ডিআইবি, আইসি দায়িত্ব পালন করেননি।’’

ANI-র টুইট: 

উপস্থিত রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে এসডিপিও-র বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তারপরই এই সিদ্ধান্ত জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠীর।