Complete Lockdown In State Hot Spots: রাজ্যে ৯-১০ টি হটস্পটকে চিহ্নিত করে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নিচ্ছে সরকার
(Photo Credits: IANS)

কলকাতা, ১১ এপ্রিল: রাজ্যে বাড়ছে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা। কলকাতা ও তার আশেপাশের কয়েকটি জেলায় আক্রান্তের সংখ্যা বেশি। করোনা সংক্রমণ মোকাবিলায় কয়েকটি জায়গাকে হটস্পট (Hot Spot) হিসেবে চিহ্নিত করে সেখানে সম্পূর্ণ লকডাউন (Complete Lockdown) কার্যকর করার কথা ভাবছে রাজ্য সরকার। গতকাল নবান্নে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যসচিব রাজীব সিংহ। তিনি জানান, রাজ্যে ৯-১০টি জায়গায় করোনা সংক্রমণ ঘটেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, উত্তরবঙ্গের ১টি, কলকাতা, হাওড়া, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কয়েকটি জায়গা পূর্ণ লকডাউনের আওতায় পড়ছে। মুখ্যসচিব জানান, সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য চিহ্নিত এলাকাগুলিকে কাউকে ঢুকতে বা বেরোতো দেওয়া হবে না। নবান্ন সূত্রে খবর, হটস্পট-এ আপাতত ১৪ দিন এই ব্যবস্থা বহাল থাকবে। হটস্পট কীভাবে বাছাই করা হয়েছে তার ব্যাখ্যাও দিয়েছেন মুখ্যসচিব। তিনি জানান, ১১টি পরিবার থেকেই ৬০টির বেশি কোভিড সংক্রমণ ঘটেছে। কালিম্পং , হলদিয়া, এগরা, হাওড়া, কলকাতায় দেখা গিয়েছে। একজনের থেকে করোনা সংক্রমণ দ্রুত পরিবার বা প্রতিবেশীদের মধ্যে ছড়িয়ে পড়েছে। আরও পড়ুন, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৪৪৭, নতুন করে মৃত্যু ৪০ জনের

মুখ্যসচিবের দেওয়া পরিসংখ্যান অনুসারে নতুন করে ১২ জনের শরীরে থাবা বসিয়েছে করোনা ভাইরাস। বর্তমানে চিকিৎসা ধীন ৮৯ জন অডিট কমিটির রিপোর্ট অনুযায়ী, রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত ৫। মুখ্যসচিব রাজীব সিন্হা জানিয়েছেন, রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ১২, অর্থাত্‍ ৯২, কিন্তু, এর মধ্যে ৩ জনকে ছেড়ে দেওয়া হয়েছে, তাই সংখ্যাটা এখন ৮৯ এখনও পর্যন্ত বাংলায় করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে।