কলকাতা, ৩ অক্টোবর: Rajeev Kumar- অবশেষে রাজীব কুমারের দেখা মিলল। যে রাজীব কুমারকে খুঁজতে সিবিআই কর্তারা আদাজল খেয়ে নেমেও কোনও হদিশ পাননি, তিনিই নিজের জামিন নিশ্চিত হওয়ার পর সামনে এলেন। কলকাতা হাইকোর্টে আগাম জামিন পাওয়ার পরই রাজীবকে এবার প্রকাশ্য়ে দেখা যেতে পারে বলে জোর জল্পনা ছিল। সেটাই হল। আলিপুর আদালতে থেকে জামিনদারের মাধ্যমে আগাম জামিন নিশ্চিত করতে গেলেন রাজীব কুমার। এই প্রক্রিয়ার জন্য রাজীব স্বয়ং হাজির হলেন। আগাম জামিন পাওয়ায় রাজীবকে এখন গ্রেফতারের কোনও সম্ভাবনাই নেই।
আগামিকাল, ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত আদালতের সব কাজ বন্ধ। বৃহস্পতিবার আগাম জামিন নিশ্চিত না-করালে লক্ষ্মীপুজোর পরে তা করতে হত। ব্যক্তিগত ৫০ হাজার টাকা জামিনে শর্তসাপেক্ষে আগাম জামিন দেওয়া হয়েছিল রাজীব কুমারকে। আরও পড়ুন-বাবুল সুপ্রিয়-র হেনস্থাকাণ্ডে খবরে আসা দেবাঞ্জন বল্লভ চট্টোপাধ্যায় আক্রান্ত
West Bengal: Former Kolkata Police Commissioner Rajeev Kumar arrives at Alipore Court, after Calcutta High Court granted him anticipatory bail on a personal bond of Rs 50,000. pic.twitter.com/Qc2mkDr0vu
— ANI (@ANI) October 3, 2019
এদিকে, রাজীব কুমারকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়ার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই। কলকাতা হাইকোর্ট রাজীব কুমারের অন্তবর্তকালীন জামিন দিয়ে বিচারপতিরা পর্যবেক্ষণে জানিয়েছিলেন, রাজীবকে হেফাজতে নিয়ে জেরা করার পক্ষে কোনও সন্তোষজনক কারণ সিবিআই দেখাতে পারেনি। এই বিষয়টা জোর দিয়েই সুপ্রিম কোর্টে যাচ্ছে CBI।
সারদাকাণ্ডে (Sarada Case) কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে (Rajeev Kumar) হেফাজতে নিতে মরিয়া সিবিআই (CBI)। লুক আউট নোটেশ জারি করেও রাজীব কুমারের কোনো খোঁজ মেলেনি। এর আগে আলিপুর আদালতে (Alipore Court) রাজীব কুমারের আগাম জামিনের আবেদন খারিজ হয়েছিল। তবে মঙ্গলবার শতর্সাপেক্ষে রাজীব কুমারকে আগাম জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার নিম্ন আদালত সাফ জানিয়ে দেয় রাজীবের গ্রেফতারিতে কোনও পরোয়ানার প্রয়োজন নেই। সিবিআইয়ের গ্রেফতারি পরোয়ানা (arrest warrant) জারির আবেদন খারিজ করে দিয়েছিলেন বিচারক সুব্রত মুখার্জি।